শুধু তোমাকেই চাই
নন্দা মুখার্জী রায় চৌধুরী
মাঝে মাঝে তোমার গায়ের গন্ধ,
জানলার ফাঁক গলে নাকে আসে।
অন্ধের মত চারিদিকে হাতড়াই,
কোথাও তোমায় দেখতে পাইনা।
চিৎকার করে কেঁদে উঠতে ইচ্ছা করে,
একবুক তাজা রক্ত নিয়েও-
শরীর আস্তে আস্তে শীতল হয়ে পড়ে।
কি দুর্বার আকর্ষন তোমাকে কাছে পাওয়ার!
তুমি কিছুই জানতে পারোনা,
এ কষ্ট,এ বেদনা একাকী ভোগ করি।
মৃদুমন্দ বাতাসে শরীর জুড়ালে-
হৃদয়ের আকাঙ্খা আরও তীব্র হয়।
দুহাত বাড়িয়ে ছুতে চাই তোমাকে,
তোমাকে একান্তভাবে নিরালায় পেতে চাই।
নন্দা মুখার্জী রায় চৌধুরী
মাঝে মাঝে তোমার গায়ের গন্ধ,
জানলার ফাঁক গলে নাকে আসে।
অন্ধের মত চারিদিকে হাতড়াই,
কোথাও তোমায় দেখতে পাইনা।
চিৎকার করে কেঁদে উঠতে ইচ্ছা করে,
একবুক তাজা রক্ত নিয়েও-
শরীর আস্তে আস্তে শীতল হয়ে পড়ে।
কি দুর্বার আকর্ষন তোমাকে কাছে পাওয়ার!
তুমি কিছুই জানতে পারোনা,
এ কষ্ট,এ বেদনা একাকী ভোগ করি।
মৃদুমন্দ বাতাসে শরীর জুড়ালে-
হৃদয়ের আকাঙ্খা আরও তীব্র হয়।
দুহাত বাড়িয়ে ছুতে চাই তোমাকে,
তোমাকে একান্তভাবে নিরালায় পেতে চাই।
No comments:
Post a Comment