আমার খোকা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
খোকারে তোকে,বহু যতন করে,
মানুষ করেছি যে ওরে,
এত কটুকথা কেন শোনাস বাবা?
চোখ ভরে শুধু জলে।
আদরে যতনে কোলে কোলে তোরে,
ঘুরে বেরিয়েছি সদা,
সারারাত বুকে জড়িয়ে রেখেছি,
বুজিনি চোখের পাতা।
দুষ্টুমি ভরা দিনগুলি তোর,
ছিলো বড়ই ভালো,
গায়ে কখনও হাত তুলিনি,
মুখ করিনি কালো।
শরীর খারাপে রাত জেগেছি,
তোর বাবা আমি একসাথে,
একমুহূর্ত করিনি আড়াল,
জড়িয়ে রেখেছি দুইহাতে।
কত ঝড়-ঝাপটা এসেছে জীবনে,
এতটুকু লাগাতে দিইনি আঁচড়,
খোকা তুই আজ কত বড় হলি?
কথায় কথায় বসাস কামড়!
তোকে বুকে করে অনাহারে কেটেছে,
কত বিনিদ্র রাত,
কোনদিন তোকে দিইনি সামান্য কষ্ট,
মনেকরে দেখ বাপ।
আমরা বৃদ্ধ-বৃদ্ধা হয়েছি,
বড় হয়েছিস তুই ওরে,
বড়ই করতে পেরেছি শুধু,
মানুষ করতে পারিনি তোরে।
# নন্দা 17-8-18
নন্দা মুখার্জী রায় চৌধুরী
খোকারে তোকে,বহু যতন করে,
মানুষ করেছি যে ওরে,
এত কটুকথা কেন শোনাস বাবা?
চোখ ভরে শুধু জলে।
আদরে যতনে কোলে কোলে তোরে,
ঘুরে বেরিয়েছি সদা,
সারারাত বুকে জড়িয়ে রেখেছি,
বুজিনি চোখের পাতা।
দুষ্টুমি ভরা দিনগুলি তোর,
ছিলো বড়ই ভালো,
গায়ে কখনও হাত তুলিনি,
মুখ করিনি কালো।
শরীর খারাপে রাত জেগেছি,
তোর বাবা আমি একসাথে,
একমুহূর্ত করিনি আড়াল,
জড়িয়ে রেখেছি দুইহাতে।
কত ঝড়-ঝাপটা এসেছে জীবনে,
এতটুকু লাগাতে দিইনি আঁচড়,
খোকা তুই আজ কত বড় হলি?
কথায় কথায় বসাস কামড়!
তোকে বুকে করে অনাহারে কেটেছে,
কত বিনিদ্র রাত,
কোনদিন তোকে দিইনি সামান্য কষ্ট,
মনেকরে দেখ বাপ।
আমরা বৃদ্ধ-বৃদ্ধা হয়েছি,
বড় হয়েছিস তুই ওরে,
বড়ই করতে পেরেছি শুধু,
মানুষ করতে পারিনি তোরে।
# নন্দা 17-8-18
No comments:
Post a Comment