Tuesday, June 28, 2016

*স্বপ্ন* (নন্দা মুখার্জী )  10.11.08
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ছোটোবেলার স্বপ্ন দেখা ,
    অনেক অনেক গল্প শোনা ;
মনের মাঝে বীণার তারে ,
    সাঁজিয়ে রেখেছিলাম ;
বীণায় যেমন সুর ওঠে ,
    মনের মাঝে স্বপ্ন নিয়ে ;
বিনা বীণায় সুর তুলেছিলাম /
নিশুত রাতে ঘুমের মাঝে ,
    দেখতে পেলাম পরিচিত মানুষগুলিই ;
ঘিরে আমায় দাঁড়িয়ে আছে রাক্ষসীবেশে ,
    বীণা আমার কেড়ে নিয়ে ;
আকাশপানে  দিলো ছুঁড়ে  ,
    তাঁরগুলি তার ছিঁড়ে গেলো ;
স্বপন আমার ভেঙে গেলো ,
    আজও আমি তাঁকিয়ে আছি ;
দিনের আলোয় আকাশপানে ,
    দেখতে যদি পাই বীণাটি ;
ভাঙা বীণায় সে সুরটাকেই ,
    সাজিয়ে নেবো আগের মতোই /
( নন্দা মুখাৰ্জী ) 10.11.08

Monday, June 27, 2016


*বাঁচার তাগিদে বাঁচা* (নন্দা মুখার্জী)
**********************************
তুমি চলে গেছো -
 অনেক দূরে ,
যেখান থেকে কেউ আর ,
 কোনোদিন ফিরতে পারে না ;
মাঝে মাঝে খুব কষ্ট হয় -
  তবুও বেঁচে আছি ,
জীবন ও এগিয়ে চলেছে -
 আস্তে আস্তে গন্ডিটা বড় হচ্ছে ,
তোমার হাতেই সাজানো -
 তোমার ছোট্ট সংসার ,
এখন ধীরে ধীরে আরও বড়ো হয়েছে  -
 ছোট,ছোট ফুলের মতো ,
ছোট্ট মানুষগুলি হেসে-খেলে বেড়ায় ;
 সেই কিছু সময়ের জন্য -
তোমার শুন্যতা বুঝি ভুলে যাই ,
 যখন একা থাকি -
অনেক কিছু ভাবার মাঝে ,
 একটা কথায় মনকে নাড়া দেয় বেশী ;
তুমি যখন আমার সাথে ছিলে -
 ভাবতাম তোমাকে ছাড়া -
আমি এক মুহুত্ব বাঁচবো না ;
 কিন্তু তোমাকে ছাড়ায় বেঁচে আছি -
হয়তো এই বাঁচাটা-বাঁচার তাগিদে -
 আর হয়তো তোমার হাতে সাজানো ,
সংসার বিতানটা নষ্ট হবার ভয়ে /
নন্দা মুখাৰ্জী 27.6.16  7পাম.

Wednesday, June 22, 2016

*কঠিন অঙ্ক * (নন্দা মুখার্জী ) 22.6.16
"""""""""""""""""""""""""""""""""""""""
সন্ধ্যা তুমি এসেছো দ্বারে ,
  তোমায় প্রদীপ জ্বেলে ;
বরণ কোরে নিলাম ,
  নুতন সূর্য উঠবে যখন ,
হাসি মুখে বোলবো তোমায় ;
  এবার তবে বিদায় জানালাম /
এমনি কোরেই সকলের জীবনে ,
  আসে সন্ধ্যা ও সকাল ;
অন্ধকারেই ভীত যে মোরা ,
  আলোর যে বড়ই আকাল /
যেমন কোরে সূর্য হাসে ,
  ঐ পূব আকাশে ;
তেমন কোরেই যায় সে চলে ,
  থাকি ভোরের আশে /
এমনি কোরেই জীবনের সব ,
  করিনাতো হিসাব- আলো আর আঁধারের ;
আঁধার দেখেই ভয়ে মোরা ,
  মিলাতে পারিনা অঙ্ক জীবনের /
জীবনটা বড়োই জটিল  মোদের ,
   কঠিন অঙ্কের মতো ;
একটুখানি ভুলের মাশুল ,
সারাজীবনে কোরে দেয় গভীর ক্ষত /
কেউবা সে আঘাত সারাতে পারে ,
  ভালোবাসার বিনিময়ে ;
কারওবা চলতে হয় -
  সারাজীবন অভিনয়ে /
হয়তোবা কেউ আঘাত পেয়ে ,
  ধর্য্য ফেলে হারিয়ে ;
জীবনটাকেই শেষ কোরে দেয় ,
  আঘাতের বিনিময়ে /
কিছু মানুষ আছে ,
  প্রতিহিংসা পরায়ণ ;
আঘাতের বিনিময়ে-আঘাত দিয়ে ,
  কোরে নেয় লিপ্সা সাধন /
আলো আর আঁধারের ,
  প্রভেদ মোরা বুঝতে পারিনা আজও ;
তাই বুঝি মোরা-জীবনকে কোরে ফেলি ,
  জটিল অঙ্কের মত /
(নন্দা )  22.6.16
7PM.
 

Sunday, June 12, 2016

*আশা পূরণ * (নন্দা মুখার্জী ) 10.6.16
##########################
সন্ধ্যা যখন ঘনিয়ে আসে ,
আঁধার আসে দ্বারে ;
সবাই তখন নিজের ঘরে ,
সন্ধ্যা প্রদীপ জ্বালে /
রাতের শেষে ভোর ,
ঠিক যেমন কোরে আসে ,
অমাবস্যার পরেই চাঁদ ,
ঠিক তেমন করেই হাসে  /
জীবন পথে চলতে গেলে ,
আসবে অনেক বাঁধা ,
ভয় পেয়োনা চলতে গেলে ,
পায়ে যদি বেধে কাঁটা /
সুখ ,দুঃখের মাঝ বরাবর ,
চলতে হয় সকলকে ;
আঁধার দেখে ভয় পাবে যে -
জীবন পথে পিছিয়ে পড়বে সে /
মনে শক্তি নিয়ে ,সাহস নিয়ে ,
সামনে শুধু এগিয়ে চলা ;
পায়ে যত বিধছে কাঁটা ,
বেড়িয়ে আসবেই তারা /
কপালে যা আছে লেখা ,
ঘটবে তা জানা কথা ;
এ সব ভেবে বসে থাকা ,
সময় নষ্ট করা অ-যথা /
চেষ্টা কোরে সকল কাজে ,
হতেই হবে সফল ;
মানুষের অমঙ্গল কোরবোনা কামন ;
তাতেই হবে ইচ্ছা পূরণ /
ইচ্ছাগুলো মনের মাঝে ,
যতন কোরে রাখি ,
সময় যেদিন আসবে আমার ,
দেবেনা তারা  ফাঁকি /
বিবেকটাকে রাখতে হবে ,
সদাই জাগ্রত ;
মানুষ হোয়ে মানুষের সেবা ,
এটাই জীবনের হবে ব্রত /
ঈশ্বর আমার সামনে এসে ,
 দেবেন না দেখা  জানি ;
মানুষের মাঝেই পাবো তাঁকে -
এটাও আমি মানি / (নন্দা মুখার্জী )
10.6.16   8-30pm.



...........*চোরাবালি*.................                                               ----++++++++++++----++++++++.                       
ভালোবাসা ? সেতো চোরাবালি -                                   
বুঝতে পারিনি আগে আমি -                                            
ভালোবেসে গেছি- চোখ বন্ধ করে -                                  
সম্পূর্ণ বিশ্বাস নিয়ে -                                                       
ভাবিনি কখনো আমি -                                                     
এ ভাবে দেবে ফাঁকি তুমি -                                                 
পুতুল খেলার মতো শুধু -                                                  
করেছো আমায় নিয়ে খেলা -                                              
আমি হারিয়ে ফেলেছিলাম আমাকে -                               
তোমার বুকে  খুজেছিলাম নিজেকে -                           
পাষাণ তুমি বুঝতে পারোনি-আমার ভালবাসা -                         
আমি যে রচেছিলাম তোমায় নিয়ে -                                  
অনেক স্বপ্ন অনেক আশা -                                            
এতদিন পরে দূর থেকে শুধু -                                       
জানিয়ে দিলে আমায় -                                                  
আমায় তুমি কোনোদিন ভালোবাসো নি -                                 
তবে কি ছিলো - এটা তোমার ছলনা ?                                  
তবুও জানি ,আমায় তুমি -                                            
ভুলতে কোনোদিন পারবে না /( নন্দা )  4.4.16  1-10 AM.

Thursday, June 9, 2016

*নারী জীবনের স্বার্থকতা* ( নন্দা মুখার্জী ) 9.6.16
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কন্যা তুমি,বধূ তুমি,তুমিই মা জননী -
 সংসারের লক্ষ্মী তুমি,শক্তির আধার তুমি -
 তুমিই ভুবন মোহিনী -
তবুও তোমার নেই কোনো অধিকার -
 সংসারে কোনো কথা বলবার -
সকাল থেকে রাত-অক্লান্ত পরিশ্রম -
 তবুও তোমার সংসারে, নেই কোনো দাম -
যদি তুমি হও রোজগেরে -
 অফিস যেতে হবে সকল কাজ সেরে -
অফিসেও নেই তোমার  কোনো নিস্তার -
 সুন্দরী হলে পরে সমস্যার আরও বিস্তার -
চারিপাশের কু-নজর এড়িয়ে -
 ক্লান্ত চরণে যখন আসো ঘরে -
সামান্য ভুল ভ্রান্তিতেই -
 বাড়ির লোকে  তোমারই সাথে ঝগড়া করে -
নারী-তোমার নিজের নেই কোনো পরিচয় -
 যখন তুমি বাপের ঘরে -
বাপের পদবী নিয়েই বড় হলে -
 অজানা,অচেনা একটি মানুষের সাথে -
এলে যখন স্বামীর ঘরে -
 তার পদবীটিই দিলে জুড়ে -
তোমার নিজের নামের পরে -
 যতই করো নারী তুমি বিশ্বজয় -
রোজগার করো তুমি অনেক টাকা -
 তোমার কিন্তু নিজের কিছুই নয় -
তোমার জীবন কিন্তু শুধুই ফাঁকা -
 ছেলে যখন তোমার হবে বড়ো -
"অমুকের মা"-বলে পরিচিতি হবে তোমার -
 যতই তুমি স্বাধীন মনের মানুষ হও না কেনো -
সারাজীবন থাকবে তুমি পরাধীন -
 তোমার নেই কোনো ছুটি -
সারাজীবন তুমি শুধু দিতে এসেছো -
 তোমার কষ্ট,তোমার দুঃখ সব তোমার নিজের -
আমরণ তুমি শুধু দেবে -
 আর অন্যেরা শুধু তা শুষে নেবে -
রাস্তাঘাটে,অফিস-আদালতে সর্বত্র তুমি অবলেলিতা-
 প্রতিবাদ করলে রাতের অন্ধকারে -
মানুষরূপি কুকুরগুলো তোমায় ছিড়ে খাবে -
 শুধু তোমার জীবনের স্বার্থকতা এক জায়গাতে -
তোমার সন্তানের মুখে "মা" ডাক শোনাতে /
( নন্দা মুখার্জী ) 9.6.16 12-20AM.

Wednesday, June 8, 2016

*প্রতীক্ষায়* (নন্দা মুখার্জী )
***********************                                                                                 আজ খুব মনে পড়ছে,                                           কোথায় তুমি ?                                                                চারিপাশ শুধু অন্ধকারে ছাওয়া-                                                        কোথাও কেউ নেই,                                                                             শুধু একরাশ হাহাকার আর বেদনা l                                                     আজ আমি বড্ড একা l                                                                                                  অন্ধকারের ভিতর ও খুজছি দুটি চোখ ,                                                                                                                                   সে তোমার l                                                                                                                                                                                                          হাত দুটিও একটু এগিয়েই রেখেছি ,                                                  যাতে ধরতে তোমার সুবিধা হয় l                                                                   এই হাত দুটি ই  একদিন সরিয়ে নিয়েছিলাম-                                                                                 তোমার হাতের মধ্য থেকে,                                                               কি ভুল ই  না সেদিন করেছিলাম,                             আমি ক্লান্ত, অবসন্ন, আর পারছি না-                                               তুমি এসো, আমার হাত ধরো-                                                                                                   একদিন যে প্রত্যাখান করেছিলাম,                               তুমি বেকার বলে -                                                                                                 চায়না আমি  আর্থিক সুখ,                                               আমি শুধু তোমাকে চাই,                                                   তোমার সানিধ্য চাই,  ভালবাসা চাই,       
তুমি এসো- খুব তাড়াতাড়িই এসো l             
সময় যে আমার ফুড়িয়ে  এসেছে ,        
ব্লাড ক্যান্সারে আক্রান্ত আমি,                                    মেয়াদ মাত্র ছয় মাস l              
হয়তো, আগেও চলে যেতে পারি                                                                            শুধু একবার মাত্র দেখতে চাই,                                             তুমি এসো, খুব তাড়াতাড়ি ই এসো l
"পরাজয়"  (নন্দা মুখার্জী )
**********************                                                                  কি আসে যায় জীবনে ?                                                  .......






কি পেলাম বা না পেলাম,                                         .................




তার হিসাব কোষে l                                                 ...
..


এই তো ভালো আছি,                                             তোমাদের ভালোবেসে l                                                                      জীবন আমার চলেছে এগিয়ে ,                                            .


মৃতুর কাছাকাছি ;                                                                   .......


পিছনের কথা ভাববো                                              ..






কেনো আর মিছামিছি !                                                           তোমরা বলো বয়স বাড়ে                                                       ....




আমি বলি তা নয় l                                                                                            একটি বছর বাড়লো  মানে ,                                            ....


















........জীবনের স্বাদ একটি বছর কমে যায় l                                                     ...




হারিয়ে ফেলেছি বহু আপনজন,                                                            দেখবো- আরও বাচবো যতদিন,                                             ...................... হারিয়ে যাচ্ছে আরও  কতজন l                                            ..




আমরা যে বড়ো অসহায় !!                                                         বিধাতার কাছে তাই মানিয়াছি  পরাজয় l
*রংহীন জীবন* (নন্দা মুখার্জী ) 7.6.16
*************************************
জম্ম থেকে জ্বলছি মাগো -
 কোনদিনও নাওনি কোলে -
এবার মাগো নাও আমাকে -
 তোমার বুকের পরে -
জম্ম দিয়েই পালিয়ে গেলে -
 আর না ফিরে এলে -
অবহেলা ,অনাদর পেয়েই আমি -
 শিশুকাল আর কৈশোর কাটিয়ে -
এলেম যৌবন দ্বারে -
 আর তো মাগো পারিনা সইতে -
এবার তুলে নাও আমারে -
 রাস্তার অমানুষগুলো আড়চোখে তাকায় -
আমার বেচে থাকায় দায় -
 ঝুপড়ির ভিতর থাকি মোরা  সব -
আমার ই মত  তারাও অসহায় -
 যে মাসির কাছে ছেড়ে গিয়েছিলে -
সেও চলে গেছে চিরতরে -
 স্বপন মাঝে তোমায়    খুজি -
তোমায় যে আমি চিনিনা -
 বেচে থেকেও মরে আছি -
আমায় কি তুমি নেবে না ?
 মাসির কাছেই শুনেছি গল্প -
বাপের আমার নেই কোনো পরিচয় -
 রাস্তার ওই অমানুষগুলো -
দিয়েছিলো জম্ম আমার -
 তুমিও হয়তো জানতে পারোনি -
কি আমার পরিচয় -
 শুধু তিলে তিলে আমায় বড় করেছিলে -
 দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে -
তখনই যদি মেরে ফেলতে আমায় -
 এতো কষ্ট আর সইতে হোতনা বোধহয় -
তাইতো আমি চাইনা মাগো -
 আমারই মত অসহায় ,
কাউকে দেখাতে আলো -
 যদি তুমি আমায় ঠায় দিতে মা -
 যেথায় তুমি  আছ -
 এটাই হোত আমার জীবনে-
সব থেকে ভালো /  (নন্দা ) 7.6.16  10.20pm.
স্বপ্নগুলো সব হারিয়ে গেছে -
    কালবৈশাখীর ঝড়ে   -
ঘুমের মাঝে রাতের আঁধারে -
   খুজি তাদের বারে বারে -
ঘন আবীরে রাঙ্গা হয়ে -
   সন্ধ্যা যখন নামে -
অপেক্ষা কোরে থাকি -
   কখন চোখ দু'টি মোর -
জড়িয়ে আসে ঘুমে -
  ঘুমের মাঝে হারানো স্বপ্নগুলি -
যেনো নুতন কোরে খুজে পাই -
  সেই স্বপ্নের নাবিক আমি -
এবার আমায় ছাড়ো ভাই -
  তাইতো বন্ধু সকলকে আমি -
আজ জানালাম বিদায় / 
      *শুভ রাত্রি* (নন্দা মুখার্জী )

Tuesday, June 7, 2016

সূর্য গেলো পশ্চিমে ঢলে -
ধীরে ধীরে আঁধার তুমি এলে -
সারাদিনের সকল কাজ সেরে -
ঘুম যে আসে চোখ জুড়ে -
ঘুমাই এবার যে যার ঘরে -
স্বপন বুঝি এলো সকলের দ্বারে /
*শুভ রাত্রি* (নন্দা )

Sunday, June 5, 2016

"জামাই ষষ্টির ফর্দ" ( নন্দা মুখার্জী )
************************************
" ওগো ,সকাল হোলো উঠে পরো -
যাও না একটু বাজারে -
জামাই ,মেয়ে আসবে আজ -
বাজারটা এনে দাও আমারে -
মেয়ে আমার ভালবাসে -
ইলিশ ভাপা খেতে -
জামাই নাকি বলেছে তাকে -
গলদা চিংড়ির মাথা ভাজা খাবে সে -
ভাবছি আমি কোরবো একটু -
মাগুর মাছের তেল -
বড় কাতলা দেখে এনো -
বেশী নয় ,দুই সের -
দই ,মিষ্টি এনো বুঝে শুনে -
বড়ো দেখে কাঠাল এনো একটি -
আম বেশী নয় ,মাত্র দু'তিন কিলো -
এ ছাড়াও পাঁচ থেকে সাত রকম -
ফল এনো মাত্র কয়েক কিলো -
ওই দেখো - আমি কেমন ভুলো -
রেয়াজী খাসী কিন্তু দু'কিলো -
পাঁচ রকম ভাজার জন্য -
তরকারী এনো বেশ কয়েক কিলো -
সামান্য এই কটা জিনিস আমার -
এনে দাওনা একটু তাড়াতাড়ি -
মেয়ে জামাই আসবে -
যে আজ আমার বাড়ি "/  ( নন্দা ) 4.6.16  11PM.
সূর্য গেলো পাটে ..
সন্ধ্যা নামলো ঘাটে ..
তাঁরারা সব উঠলো যেন ..
হেসে আকাশে ..
নীবিড় ঘন অন্ধকারে ..
গ্রাস করলো পৃথিবীটারে ..
ঘুমের আবেশ জড়িয়ে গেলো  ..
আমায় স্বপন দেশে পাঠিয়ে দিলো ..
ঢুলু ঢুলু চোখে , বলি ..
আজ তবে বিদায় ..
তোমাদের শুভ রাত্রি জানাই ..
~~~~~নন্দা~~~~~

Saturday, June 4, 2016

"আমি নয় কবি "( নন্দা মুখার্জী ) 4.6.16
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কবি হতে চাই না আমি -
হতে চাই না কোনো লেখিকা -
লিখতে আমার ইচ্ছা করে -
শুধু একটি কবিতা -
পাই না খুঁজে ছন্দ তার -
লেখায় থাকে না কোনো তাল -
একটা কিছু লিখতে গেলে -
অন্য চিন্তা, করে আমায় বেসামাল -
যখন যা মনে পরে,দু'এক লাইন -
লিখে ফেলি কলম দিয়ে আমি তা -
তবুও হয় না লেখা  কবিতা -
কিন্তু  আমি আশায় আছি -
পারবোই আমি একটি পূর্ণ কবিতা লিখতে -
যে লেখা পড়ে তোমরা -
ঠিক আমায় মনে রাখবে / ( নন্দা মুখার্জী )
4.6.16  3pm.