Thursday, August 31, 2017

বেলা শেষে আঁধার হলো,
আঁধার আমার সঙ্গী,
জীবনের কিছু অপূর্ণ রইলো ,
খেয়াতরী প্রতিকূলে বইলো !
মানবোনা হার,ছাড়বোনা আমি বৈঠা,
যতই আসুক বিপদ আমার ,
ভয়ে হটবো না পিছু -
বন্ধুর পথে এগিয়ে চলবো ,
পৃথিবীতে এক নূতন নজির গড়বো !

@নন্দা  31-8 17  1-39 AM.

No comments:

Post a Comment