Thursday, August 31, 2017

বিচ্ছেদ
            নন্দা মুখার্জী রায় চৌধুরী

ভালবাসা দিয়ে গড়া রাজপ্রাসাদে ,
বিচ্ছেদ হবেই একদিন নিশ্চিত !
পরস্পরকে যতই ধরি আঁকড়ে ,
যেতেই হবে ছেড়ে অপরকে !

ভুলে থাকার ব্যর্থ প্রয়াসে -
মনকে বোঝাতে হবে অবশেষে ,
এটাই যে দুনিয়ার রীতি !
বেঁচে থাকা -আঁকড়ে স্মৃতি !

চোখের জলও যাবে শুকিয়ে ,
কিছু স্মৃতি হবে মলিন ,
শূণ্যতা হবেনা কখনও পূর্ণ  ,
চাইবেনা আর কোন প্রতিদান !

@নন্দা  30-8-17

No comments:

Post a Comment