ঠিকানা পেয়েছি
নন্দা মুখার্জী রায় চৌধুরী
সময়ের কাছে হেরেছি আমি ,
তবু পেয়েছি আশ্রয় ,
নূতন করে ছেলে দিয়েছে ,
ঠিকানা আমার বৃদ্ধাশ্রম ।
দশমাস , দশদিন কষ্ট করে ,
প্রসব যন্ত্রনা সয়ে ,
এনেছি তোকে পৃথিবীতে আমি ,
থাকলিনা আমায় নিয়ে !
শিক্ষা,দীক্ষায় বড় হলি তুই ,
বড় চাকরী,গাড়ি,বাড়ি হলো ,
বড়লোকের মেয়ে বৌ হয়ে এলো -
মা তোর আজ জঞ্জাল হোলো ।
ভাল আছি বাবা এইখানে আমি ,
দিনরাত নেই কোন আর কাজ ,
কষ্ট শুধু একটাই আমার ,
তুই কাছে নেই আজ ।
শুনেছি এক ফুটফুটে খোকা ,
এসেছে সেদিন বৌমার কোলে ,
ভালকরে তাকে করিস মানুষ ,
দেয়না তোদের যেন ফেলে !
নন্দা মুখার্জী রায় চৌধুরী
সময়ের কাছে হেরেছি আমি ,
তবু পেয়েছি আশ্রয় ,
নূতন করে ছেলে দিয়েছে ,
ঠিকানা আমার বৃদ্ধাশ্রম ।
দশমাস , দশদিন কষ্ট করে ,
প্রসব যন্ত্রনা সয়ে ,
এনেছি তোকে পৃথিবীতে আমি ,
থাকলিনা আমায় নিয়ে !
শিক্ষা,দীক্ষায় বড় হলি তুই ,
বড় চাকরী,গাড়ি,বাড়ি হলো ,
বড়লোকের মেয়ে বৌ হয়ে এলো -
মা তোর আজ জঞ্জাল হোলো ।
ভাল আছি বাবা এইখানে আমি ,
দিনরাত নেই কোন আর কাজ ,
কষ্ট শুধু একটাই আমার ,
তুই কাছে নেই আজ ।
শুনেছি এক ফুটফুটে খোকা ,
এসেছে সেদিন বৌমার কোলে ,
ভালকরে তাকে করিস মানুষ ,
দেয়না তোদের যেন ফেলে !
@ নন্দা 10-7-17
No comments:
Post a Comment