ব্ন্ধু শব্দের প্রথম অক্ষর 'ব'-ধরে নিতে পারি ব থেকেই আসে বিশ্বাস , আবার ইংরাজী faith কথাটার ।st letter F ; friend কথাটা F দিয়েই শুরু হয় , তাহলে ব্ন্ধু হতে গেলে আগে দরকার পরস্পরের প্রতি বিশ্বাস । যা আজকের যুগে কারও মধ্যেই দেখা যায়না বলে মনেহয় । ঘরের বাইরে তো নয়ই , ঘরের
ভিতরেও কি এই বিশ্বাস কাউকেই করা যায় ? বাবা , মা ছিলেন(?) সন্তানের কাছে সব থেকে বিশ্বাসস্থল -ছিলেন বললাম এই কারণেই আজকের দিনের কিছু বাবা ,মা তাদের কার্যকারিতা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন তারাও সেই জায়গাগুলি হারাচ্ছেন ! এর প্রধান কারন ভালো থাকা ,ভালো খাওয়ার ইচ্ছা । অর্থাৎ অর্থ । নিজের শিশু সন্তানকেও রেহাই দেননা , একের অপরাধে অন্যে অপরাধীর মত সমষ্টিগত বদনাম হচ্ছে । আস্তে আস্তে বিশ্বাস শব্দটাই হারিয়ে যাচ্ছে অর্থাৎ ব্ন্ধু বলেই কেউ থাকছেনা ! ব্ন্ধু দিবস পালন করার চাইতে বিশ্বাস দিবস পালন করাই উচিত ! কে ব্ন্ধু ? কাকে বিশ্বাস করবো ? বিশ্বাসের ভীত যেখানে নড়বড়ে তাকে কি ব্ন্ধু ভাবা যায় ? সন্তান তার বাবা, মায়ের কাছে মিথ্যা বলছে , বাবা, মা সন্তানের কাছে মিথ্যা বলছে (সবাই হয়ত নয় ) ! বিশ্বাস শব্দটাই যে বিলুপ্তির পথে !
@ নন্দা
ভিতরেও কি এই বিশ্বাস কাউকেই করা যায় ? বাবা , মা ছিলেন(?) সন্তানের কাছে সব থেকে বিশ্বাসস্থল -ছিলেন বললাম এই কারণেই আজকের দিনের কিছু বাবা ,মা তাদের কার্যকারিতা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন তারাও সেই জায়গাগুলি হারাচ্ছেন ! এর প্রধান কারন ভালো থাকা ,ভালো খাওয়ার ইচ্ছা । অর্থাৎ অর্থ । নিজের শিশু সন্তানকেও রেহাই দেননা , একের অপরাধে অন্যে অপরাধীর মত সমষ্টিগত বদনাম হচ্ছে । আস্তে আস্তে বিশ্বাস শব্দটাই হারিয়ে যাচ্ছে অর্থাৎ ব্ন্ধু বলেই কেউ থাকছেনা ! ব্ন্ধু দিবস পালন করার চাইতে বিশ্বাস দিবস পালন করাই উচিত ! কে ব্ন্ধু ? কাকে বিশ্বাস করবো ? বিশ্বাসের ভীত যেখানে নড়বড়ে তাকে কি ব্ন্ধু ভাবা যায় ? সন্তান তার বাবা, মায়ের কাছে মিথ্যা বলছে , বাবা, মা সন্তানের কাছে মিথ্যা বলছে (সবাই হয়ত নয় ) ! বিশ্বাস শব্দটাই যে বিলুপ্তির পথে !
@ নন্দা
No comments:
Post a Comment