জগতের রীতি
নন্দা মুখার্জী রায় চৌধুরী
চলে যাবো একদিন চিরতরে,
রেখে যাবো কিছু স্মৃতি,
পারবেনা ভুলতে আমায়,
এটাই যে মানবের নীতি ।
সুখ ,দুঃখের অনেক স্মৃতি,
হাসি,আনন্দ ব্যথাভরা গীতি,
থাকবে সবকিছু তোমাদের ঘিরে,
আমিই থাকবোনা শুধু এই নীড়ে !
যদি কখনও থাকো একাকী,
ভাববে কিছুক্ষণ আমার কথা,
পড়বে মনে ওই সময় ,
দিয়ে থাকো যদি ব্যথা !
সময়ের সাথে ভুলবে কিছু ,
ধূসর হবে অনেক স্মৃতি,
মেতে উঠবে নব আনন্দে ,
জগতের এটাই যে রীতি ।
@ নন্দা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
চলে যাবো একদিন চিরতরে,
রেখে যাবো কিছু স্মৃতি,
পারবেনা ভুলতে আমায়,
এটাই যে মানবের নীতি ।
সুখ ,দুঃখের অনেক স্মৃতি,
হাসি,আনন্দ ব্যথাভরা গীতি,
থাকবে সবকিছু তোমাদের ঘিরে,
আমিই থাকবোনা শুধু এই নীড়ে !
যদি কখনও থাকো একাকী,
ভাববে কিছুক্ষণ আমার কথা,
পড়বে মনে ওই সময় ,
দিয়ে থাকো যদি ব্যথা !
সময়ের সাথে ভুলবে কিছু ,
ধূসর হবে অনেক স্মৃতি,
মেতে উঠবে নব আনন্দে ,
জগতের এটাই যে রীতি ।
@ নন্দা
No comments:
Post a Comment