Monday, August 14, 2017

 শক্তি দাও মা
   নন্দা মুখার্জী রায় চৌধুরী

 রক্তস্নাত ভোরে--
নূতন সূর্য উদয় হলো,
পনেরই  আগস্ট উনিশ শ সাতচল্লিশ সালে ।

স্রোতের কলতানে --
সাগরও বুঝি উঠেছে মেতে,
বাঁজিয়ে শাঁখ, স্বাধীনতা বরণ করে ।

হটেছে ইংরেজ--
আজ শৃঙ্খলমুক্ত হয়েছে ভারত,
নব আনন্দে তাই গান গাই ।

আমার ভারতমাতা--
রক্ত ঝরানো সোনার হিন্দুস্তান ,
অন্তরে আজ তোমার অবস্থান ।

আমার সোনার দেশ--
শস্য,শ্যামলা সবুজে মোড়া ,
রূপের ছটায়-হই পাগলপারা ।

মীরজাফর হয়নি শেষ ,
আজও ছাড়েনি পিছু আমাদের,
কিভাবে বাঁচাবো সোনার দেশ !

@ নন্দা 

No comments:

Post a Comment