দাঁড়াও আসছি
নন্দা মুখার্জী রায় চৌধুরী
সন্ধ্যার আকাশে -দু'একটি তারা ,
তাকিয়ে থাকি -হয়ে আনমনা ।
পাশে নেই -ভাবি, আছো বুঝি পাশে ,
নিঃশ্বাস ঘন হয় -অনুভবে পাশে পাই ।
রাত বারে -আসেনা যে পোড়া চোখে ঘুম ,
নিস্তব্ধ পথঘাট চারিপাশ নিঝুম ।
মনেপড়ে কত কথা ,ফেলে আসা দিন ,
ফুরিয়ে এসেছে আমার,জীবনও প্রদীপ ।
অপেক্ষা হবে শেষ ,আর নেই দেরী ,
তাড়াতাড়ি হবো পার এই বৈতরনী ।
সুখে,দুখে একসাথে -ছিলাম দু'জনাতে ,
আবার হবে মিলন-রইবো একই সাথে ।
@নন্দা 5-4-17 12AM ,,
নন্দা মুখার্জী রায় চৌধুরী
সন্ধ্যার আকাশে -দু'একটি তারা ,
তাকিয়ে থাকি -হয়ে আনমনা ।
পাশে নেই -ভাবি, আছো বুঝি পাশে ,
নিঃশ্বাস ঘন হয় -অনুভবে পাশে পাই ।
রাত বারে -আসেনা যে পোড়া চোখে ঘুম ,
নিস্তব্ধ পথঘাট চারিপাশ নিঝুম ।
মনেপড়ে কত কথা ,ফেলে আসা দিন ,
ফুরিয়ে এসেছে আমার,জীবনও প্রদীপ ।
অপেক্ষা হবে শেষ ,আর নেই দেরী ,
তাড়াতাড়ি হবো পার এই বৈতরনী ।
সুখে,দুখে একসাথে -ছিলাম দু'জনাতে ,
আবার হবে মিলন-রইবো একই সাথে ।
@নন্দা 5-4-17 12AM ,,
No comments:
Post a Comment