Friday, August 4, 2017

স্মৃতি যখন মালা
    নন্দা মুখার্জী রায় চৌধুরী

আমার চোখের জলে আমি ,
তোর জীবনের দুঃখ ধোবো,
তোর কষ্টগুলি আমার থাক ,
তোকে আমি নাইবা পাবো ।

প্রেম দিলিনা দিসনা -
আমায় নিয়ে গল্প লিখিস ,
চরিত্র হোক- যা চায় মন  ,
তবুও পেনে জড়িয়ে রাখিস ।

নিজের লেখা পড়বি যখন ,
পড়বে আমায় মনে ,
এইটুকুই -হবে অনেক পাওয়া ,
ভালো থাকবো জীবনে ।

আমায় তুই বুঝলি ভুল ,
এলাম আমি তাইতো চলে ,
স্মৃতি দিয়ে গেঁথে মালা ,
পড়ে নিলাম নিজের গলে ।

স্মৃতিরা সব থাকবে কাছে ,
নাইবা থাকলি তুই পাশে ,
তোকে ঘিরেই স্মৃতি যখন ,
ভাববো আমি আছিস কাছে ।

 @ নন্দা   3-8-17   11-30PM ,,

No comments:

Post a Comment