Wednesday, August 30, 2017

বেদনাভরা একরাশ শূন্যতা,শূন্যতার মাঝেও বুকে জ্বলছে দাউদাউ আগুন ! সবকিছু পুড়ে খাঁক হয়ে যাচ্ছে ! তবুও আমি বেঁচে আছি ! আমি আমার পরিবারের জন্য , আমায় ঘিরে থাকা আমার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের জন্য বেঁচে আছি ! এ শূন্যতা নিয়েই বাকি জীবনটা বাঁচতে হবে ! এ বিরহ কাটবে না কোনদিন , এ শূন্যতা পূরণ হবেনা কখনও  ! সবকিছুই সেই আগের মতই ;শুধু নেই আমার সব থেকে কাছের সেই মানুষটি ! আমার ছেলেমেয়ে এই বয়সেই হারালো তাদের বাবাকে , হারালো মাথার উপর থেকে বটগাছের ছায়া আর আমি হলাম নিঃসঙ্গ , একাকী ,অসহায় !

@নন্দা   29-8-17 

No comments:

Post a Comment