কপাল যাদের মন্দ
নন্দা মুখার্জী রায় চৌধুরী
আষাঢ়ের গগনে জমেছে মেঘ ,
কালো শাড়িতে ঢেকেছে নগর ,
বাদলের ধারা আনবে স্বস্তি,
ফুটপাতবাসীর হবে কঠোর শাস্তি !
ছোট্ট ত্রীপলের ভিতরে যাদের ,
সাজানো গুছানো সংসার !
বৃষ্টির ধারা আর হাওয়ার তাণ্ডবে ,
হবে বুঝি সব ছাড়খাড় !
আদিকাল থেকে প্রকৃতিও যেন -
গরীবের প্রতি কড়া !
সৃষ্টিটাই যেন হয়েছে এমন ,
ধনীর সুখ-গরীবের দুখের থেকেও বারা !
@ নন্দা 20-6-17 9-45PM
নন্দা মুখার্জী রায় চৌধুরী
আষাঢ়ের গগনে জমেছে মেঘ ,
কালো শাড়িতে ঢেকেছে নগর ,
বাদলের ধারা আনবে স্বস্তি,
ফুটপাতবাসীর হবে কঠোর শাস্তি !
ছোট্ট ত্রীপলের ভিতরে যাদের ,
সাজানো গুছানো সংসার !
বৃষ্টির ধারা আর হাওয়ার তাণ্ডবে ,
হবে বুঝি সব ছাড়খাড় !
আদিকাল থেকে প্রকৃতিও যেন -
গরীবের প্রতি কড়া !
সৃষ্টিটাই যেন হয়েছে এমন ,
ধনীর সুখ-গরীবের দুখের থেকেও বারা !
@ নন্দা 20-6-17 9-45PM
No comments:
Post a Comment