সে এসেছে
নন্দা মুখার্জী রায় চৌধুরী
খুশীর হাওয়ায় আজকে আমার -
খুললো বুঝি দুয়ার ,
অসময়ে এলো ফাগুন !
বুক কাঁপছে যেন দ্বিগুণ !
কৃষ্ণচূড়া ফোঁটেনি গাছে ,
মন হয়েছে রঙ্গীন !
আবীর ছাড়ায় লাল যে মুখ ,
বুকে জ্বলছে যেন আগুন !
ঊষার কিরণে বহুদিন পরে ,
দেখেছি সে মুখ আমি -
আমার বিরহ ,দুখের দিন ,
আসবে না আর ফিরে ।
@ নন্দা 15-5-17 1AM
নন্দা মুখার্জী রায় চৌধুরী
খুশীর হাওয়ায় আজকে আমার -
খুললো বুঝি দুয়ার ,
অসময়ে এলো ফাগুন !
বুক কাঁপছে যেন দ্বিগুণ !
কৃষ্ণচূড়া ফোঁটেনি গাছে ,
মন হয়েছে রঙ্গীন !
আবীর ছাড়ায় লাল যে মুখ ,
বুকে জ্বলছে যেন আগুন !
ঊষার কিরণে বহুদিন পরে ,
দেখেছি সে মুখ আমি -
আমার বিরহ ,দুখের দিন ,
আসবে না আর ফিরে ।
@ নন্দা 15-5-17 1AM
No comments:
Post a Comment