Tuesday, June 13, 2017

দেখা হবে কি
নন্দা মুখার্জী রায় চৌধুরী

 অনেক কথা বলবো বলে -
কাগজ ,কলম ছাড়াই কিছু গদ্য কবিতা ,
মনের খাতায় লিখে রেখেছিলাম ;
 সময় ছিলো খুবই অল্প ,
ব্যস্ততা ছিলো আরও বেশী ,
কথাগুলি আর বলা হয়ে ওঠেনি ;
হয়তো কোনদিনও আর বলা হবেনা !
অব্যক্ত এক যন্ত্রণা কুড়ে খাবে আজীবন ;
এ জীবনে দু'টি আত্মার মিলনের ফল -
 যদি ফিরে পাই পরজনমে -
না বলা কথাগুলি তখনই বলবো তোমাকে
অপেক্ষা কোরো,ধর্য্য ধোরো,
হয়তো আবার আমাদের দেখা হবে !

@নন্দা    12-6-17   2PM

No comments:

Post a Comment