Thursday, June 22, 2017

শ্রমিকের জীবন
নন্দা মুখার্জী রায় চৌধুরী

মাথার ঘাম পায়ে ফেলে -
করছে চাষী চাষ ,
তাদের পেটেই জোটেনা ভাত !
গরীবের জীবন বরবাদ !

খবরের কাগজ বেঁচে যারা ,
তাদের খবর কেউ রাখেনা !
নুন আনতে পান্তা ফুরায় ,
ধনীর আছে টাকার বড়াই  !

অট্টালিকা গড়ে শ্রমিক ,
মাথায় নিয়ে রোদবৃষ্টি ,
ভাঙ্গা ঘরে চাঁদের আলো ,
চালে যখন ফেলে দৃষ্টি ।

@নন্দা 

No comments:

Post a Comment