Tuesday, June 6, 2017

উত্তর পাইনা
           নন্দা মুখার্জী রায় চৌধুরী

যুদ্ধ কি কেবলমাত্র ময়দানেই হয় ?
মনের মধ্যে একাকী যুদ্ধ হয়না ?
আঘাত কি কেবলমাত্র কোন বস্তু্ু দিয়েই হয় ?
কোনকিছু ছাড়া মনে আঘাত লাগেনা ?
অপমান কি শুধুমাত্র বাকশক্তির সাহায্যেই করতে হয় ?
নীরবে কাউকে অপমান করা যায়না ?
মুখে বড় বড় কথা বললেই কি -
বড় মানুষ হওয়া যায় ?
ব্যবহার কি তার প্রমাণ দেয়না ?
ভালবাসা,সম্মান,স্নেহ পেতে গেলে -
পরস্পরের বোঝাপড়াটা কি দরকার হয়না ?

   #নন্দা   11PM :

No comments:

Post a Comment