Friday, June 23, 2017

এমন কেন সব
        নন্দা মুখার্জী রায় চৌধুরী

দরজাগুলো সব বন্ধ করে দাও ,
দখিনের জানালাটা খুলোনা ,
আঁধার আর বদ্ধ ঘরই এখন ভালোলাগে,
বাতাস এখন বড্ড বিষাক্ত !
সহ্য হয়না আর শরীরে !

আলোর ভিতরেই থাকতে চেয়েছিলাম ,
চেয়েছিলাম বুক ভরে নিঃশ্বাস নিতে ,
উপলব্ধি করলাম মানুষের ভিতরের -
কালো আর ভয়ংকর দিকগুলি !
বুকভরে নিঃশ্বাস নিতে কষ্ট হত !

একাকী নিজেকে ঘরবন্দী করলাম ,
ওই বিষাক্ত নিশ্বাস আর তাদের মনের কালো দিক
যেন কখনোই -
আমাকে আর দেখতে না হয় !

@নন্দা    23-6-17   9-30PM

No comments:

Post a Comment