Friday, June 30, 2017

হঠাৎ আসা বৃষ্টি
        নন্দা মুখার্জী রায় চৌধুরী

গুড়ুগুড়ু মেঘ ,আকাশ কালো ,
হঠাৎ এলো বৃষ্টি -
শন্ শন্ বেগে বইছে বাতাস ,
বিধাতার একি সৃষ্টি !

হঠাৎ আসা বৃষ্টিতে পথচারী ,
হোল সব কাক ভেজা ,
কিশোর কিশোরী ফেঁটে পরে উল্লাসে ,
চপচপে ভিজে কিনে খায় তেলে ভাজা ।

বৃষ্টিরজলে মাথা বাঁচানোর ,
ইচ্ছে নেই যে কারও !
বাদলের ধারা তেজে এলে পরে ,
খিলখিলিয়ে হেসে ওঠে তারা আরও ।

@ নন্দা    30-6-17 

No comments:

Post a Comment