Saturday, June 10, 2017

চাইনা পরাজয়
নন্দা মুখার্জী রায় চৌধুরী

   আকাশের মত উদার হবো ,
 পাখিদের মত মুক্ত ;
  সমুদ্রের মত গভীর হবো ,
বাতাসে উড়বো যেন মুক্তবিহঙ্গ ।
 
  মনের কোণে দেবোনা ঠাঁই ,
কোন হিংসা ,বিদ্বেষ, অপমান -
  মনের স্রোতে ভাসাবো সব ,
সুখ তাতে একটুও হবেনা কম ।

  আঘাতের বিনিময়ে দেবোনা আঘাত ,
ভালবেসে টেনে নেবো বুকে ,
  হাসি মুখটি সর্বদা রেখে -
আনন্দে ভাসবো শতশোকে !

  বিপদ আসলে হটবো না পিছু ,
করবো তাকেই জয় ;
  ছোট্ট জীবনে এটুকুই দাও শক্তি প্রভু -
জীবনে আমি চাইনা পরাজয় ।

@ নন্দা   10-6-17    8-40PM 

No comments:

Post a Comment