Saturday, June 10, 2017

চুপিসারে
         নন্দা মুখার্জী রায় চৌধুরী

আমার কথা পড়লে মনে ,
সন্ধ্যাবেলায় তাঁরা দেখো আকাশপানে ,
নিশুতরাতে ঘুমের মাঝে -
আসবো তোমার অতি কাছে !
আলতো ভাবে ছুঁয়ে তোমায় -
তুলবো বুকে ঢেউ ;
মাথায় দেবো হাত বুলিয়ে ,
জানবে নাতো কেউ ।
আঁখি দু'টি খোল যদি ,
পালিয়ে যাবো এক নিমেষে -
আবার আমায় দেখতে পাবে ,
সন্ধ্যাবেলায় আকাশেতে ।

#নন্দা    7-6-17  1-45AM.

No comments:

Post a Comment