রোজনামচা
মহানগরীর কোলাহল মুখর এই শহরে
ছাদ নেই অনেকের মাথার উপরে ,
করোনার কালে হারিয়েছে অনেকেই চাকরী
রোজগারের একটা পথ খুব দরকারি |
ঘরে আছে বৃদ্ধ বাবা মা
আরও আছে স্ত্রী আর সন্তানেরা |
খুব ভোরে উঠে সাইকেল নিয়ে
রোজ অফিসের নাম করে ,
বেরিয়ে পড়ি শিয়ালদা স্টেশনে |
পাইকারি দরে সব্জি কিনে
একটু দূরে গিয়ে -
বসে পড়ি সেগুলি সব নিয়ে |
সামান্য যা হয়না বিক্রি
ঘরে নিয়ে আসি ,
এটুকুতেই খুশি তারা
ফোঁটে সকলের মুখে হাসি |
জানিনা আর ফিরবে কিনা
সেই আগের দিনগুলি ,
গরীবের বাঁচার অধিকার নেই
কষ্ট চেপেই চলি |
মানবী 3-10-2020 12-35AM
No comments:
Post a Comment