Saturday, December 1, 2018

স্মৃতি রোমন্থন
     
স্মৃতি রোমন্থনে হাতড়াই আলমারি
ক্লান্ত শরীর অবসন্ন মন,
যা কিছু পাই খুলে খুলে দেখি,
নিজের অজান্তেই পৌঁছে যাই
কয়েক যুগ পিছনে।
কখনো সুখস্মৃতি কখনো বা দুখস্মৃতি
সবকিছুই আজ আমার একার!
কি চেয়েছি আর কি পাইনি
তার হিসাব আজ আর করিনা।
জীবনে পেয়ে যা হারিয়েছি-
সেই বেদনায় প্রতিমুহূর্তে আমায় দগ্ধ করে। 

No comments:

Post a Comment