Thursday, December 20, 2018

সাদা পাতা
                নন্দা মুখার্জী রায় চৌধুরী
তোমার সাথে শেষ দেখা,
ইতিহাস হয়ে রয়েছে বুকে,
হৃদয়ে জমা রয়েছে ব্যথা,
যা একান্ত নিজেরই থাকে।

হয়তো হয়েছে চাক্ষুস শেষ দেখা,
মনেমনে দেখি তোমায় রোজ,
যে ইতিহাস বুকেতে জমা,
খুলি তাকে হররোজ।

জীবনখাতার শেষ পাতাগুলি,
রয়েছে আজও সাদা পরে,
জানিনা কবে লেখা হবে সেসব, 
অন্যের কাছে যা ইতিহাস হবে।

No comments:

Post a Comment