বিধাতার বিচার
নন্দা মুখার্জী রায় চৌধুরী
নীচু জাতের মেয়েকে ভালোবেসে বিয়ে করার ফলে ছেলে আর বৌকে ঘরে ঠাঁই দেননি অপর্ণাদেবী।বলেছিলেন, "ওর হাতে আমি জলস্পর্শ করবোনা।"ছোট ছেলেকে বিয়ে দিয়েছিলেন নিজে পছন্দ করে।শেষ বয়সে এসে তাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর উদ্দোগ নেওয়ায় তিনি বড় ছেলের শরণাপন্ন হন।বড় বৌ তাকে মাতৃসম্মানে সাদরে গ্রহণ করে।
নন্দা মুখার্জী রায় চৌধুরী
নীচু জাতের মেয়েকে ভালোবেসে বিয়ে করার ফলে ছেলে আর বৌকে ঘরে ঠাঁই দেননি অপর্ণাদেবী।বলেছিলেন, "ওর হাতে আমি জলস্পর্শ করবোনা।"ছোট ছেলেকে বিয়ে দিয়েছিলেন নিজে পছন্দ করে।শেষ বয়সে এসে তাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর উদ্দোগ নেওয়ায় তিনি বড় ছেলের শরণাপন্ন হন।বড় বৌ তাকে মাতৃসম্মানে সাদরে গ্রহণ করে।
No comments:
Post a Comment