হায়রে বিবেক
নন্দা মুখার্জী রায় চৌধুরী
রাত্রির নিস্তব্ধতায়-
ঘড়ির টিকটিক আওয়াজ,
কানে ভেসে আসে
কারও করুন আর্তনাদ!
অসহায় সে-
বাঁচার শেষ চেষ্টা,
অসহায় আমি
দরজা জানলা বন্ধ রাখি।
ভোরের আলোতে ভুলে যাই সব-
বাঁচতে হবে বাঁচাতে হবে সবাইকে,
পুলিশের সামনে খুলিনা মুখ
বলিনা শুনেছি কোন চিৎকার।
মোমবাতি হাতে নিয়ে-
মিছিলে সামিল হই,
কলম তুলে নিই হাতে
প্রতিবাদের ঝড় তুলি কবিতায়!
মনুষ্যত্বের গান গাই-
বিবেককে নিজ হাতে খুন করি,
তবুও খুলিনা মুখ
বাঁচতে হবে বাঁচাতে হবে সবাইকে।
৬-১২-১৮
নন্দা মুখার্জী রায় চৌধুরী
রাত্রির নিস্তব্ধতায়-
ঘড়ির টিকটিক আওয়াজ,
কানে ভেসে আসে
কারও করুন আর্তনাদ!
অসহায় সে-
বাঁচার শেষ চেষ্টা,
অসহায় আমি
দরজা জানলা বন্ধ রাখি।
ভোরের আলোতে ভুলে যাই সব-
বাঁচতে হবে বাঁচাতে হবে সবাইকে,
পুলিশের সামনে খুলিনা মুখ
বলিনা শুনেছি কোন চিৎকার।
মোমবাতি হাতে নিয়ে-
মিছিলে সামিল হই,
কলম তুলে নিই হাতে
প্রতিবাদের ঝড় তুলি কবিতায়!
মনুষ্যত্বের গান গাই-
বিবেককে নিজ হাতে খুন করি,
তবুও খুলিনা মুখ
বাঁচতে হবে বাঁচাতে হবে সবাইকে।
৬-১২-১৮
No comments:
Post a Comment