Thursday, December 6, 2018

পাল্টে যায়
         নন্দা মুখার্জী রায় চৌধুরী

   পথের মাঝখানে বাপ ছেলের চিৎকারে গাড়ি থেকে দ্রুত নেমে ছন্দা হাফাতে হাফাতে তাদের কাছে পৌঁছালো।সদ্য উচ্চমাধ্যমিক পাশ করা ছেলে রিন্টু বাবার হাত ধরে বলছে,
---এতো বড় রাস্তা আমি কিছুতেই তোমায় একা পার হতে দেবোনা।
আমাকে দেখতে পেয়ে আবারও চিৎকার, 
--তুমি বলে দাও বাবাকে এতো ভিড়ে বাবা আমার হাত ধরেই ঠাকুর দেখবে।
       চোখের সামনে ভেষে উঠলো ফেলে আসা পনের বছর আগের দিনগুলি।সেদিন ঠিক যেমন করে ওর বাবা আমায় বলেছিলো,
---তোমার ছেলেকে বলে দাও ও যেন এতো ভিড়ে আমার হাত না ছাড়ে।
    সময় কত দ্রুত পাল্টে যায়!

No comments:

Post a Comment