তোমার আলো
নন্দা মুখার্জী রায় চৌধুরী
অনেকটা পথ হেঁটে এসে,
তোমার মাঝে পেলাম আলো,
কষ্ট হলেও একটু নাহয়,
আমায় বেসো ভালো।
তোমার সাথে হাঁটলে পরে,
মিলবে পথের দিশা,
যত্ন করে জ্বালিয়ে রেখো,
তোমার আলোর শিখা।
চলতে পথে আসলে বাঁধা,
ভাঙ্গবো দু'জন মিলে,
হেসে খেলে বন্ধুর পথে,
জীবন যাবে চলে।
#নন্দা 5-12-18
নন্দা মুখার্জী রায় চৌধুরী
অনেকটা পথ হেঁটে এসে,
তোমার মাঝে পেলাম আলো,
কষ্ট হলেও একটু নাহয়,
আমায় বেসো ভালো।
তোমার সাথে হাঁটলে পরে,
মিলবে পথের দিশা,
যত্ন করে জ্বালিয়ে রেখো,
তোমার আলোর শিখা।
চলতে পথে আসলে বাঁধা,
ভাঙ্গবো দু'জন মিলে,
হেসে খেলে বন্ধুর পথে,
জীবন যাবে চলে।
#নন্দা 5-12-18
No comments:
Post a Comment