শীতের গীত
নন্দা মুখার্জী রায় চৌধুরী
কুয়াশায় ঢাকা চারিদিক,
আহা!উহু!কি শীত!
পিঠে আর পায়েসের গন্ধ,
জয়নগরের মোয়া,খেঁজুরগুড়,
খেয়েদেয়ে কি আনন্দ!
একবার ঢুকলে লেপের তলায়,
বেরোবার আর নাম নাই।
যত গন্ডগোল স্নানের সময়,
জল দেখলেই পিলে চমকায়।
খাওয়াতে সুখ,ঘুমোনোতেও তাই,
বেড়ানোর কথা নাই বললাম ভাই। 😂😂
নন্দা মুখার্জী রায় চৌধুরী
কুয়াশায় ঢাকা চারিদিক,
আহা!উহু!কি শীত!
পিঠে আর পায়েসের গন্ধ,
জয়নগরের মোয়া,খেঁজুরগুড়,
খেয়েদেয়ে কি আনন্দ!
একবার ঢুকলে লেপের তলায়,
বেরোবার আর নাম নাই।
যত গন্ডগোল স্নানের সময়,
জল দেখলেই পিলে চমকায়।
খাওয়াতে সুখ,ঘুমোনোতেও তাই,
বেড়ানোর কথা নাই বললাম ভাই। 😂😂
No comments:
Post a Comment