Sunday, December 9, 2018

পাবোনা ফিরে
      নন্দা মুখার্জী রায় চৌধুরী

স্বপ্ন দেখা সেই শৈশব,
ফেলে এসেছি কবে,
আজও তারা প্রতিনিয়ত,
আমায় ঘিরে থাকে।

স্বর্ণালী দিনের স্বপ্ন আবেশে,
আজও বেঁচে আছি,
পাওয়া না পাওয়ার হিসাব করিনা,
অতীত বড্ড ভালোবাসি।

দুষ্টুমীভরা সে সব দিন,
আজও যখন মনেপড়ে,
হারিয়ে যাই সে সব দিনে,
যা ফিরে পাবোনা কোনকালে।

9-12-18

No comments:

Post a Comment