Wednesday, November 28, 2018

জীবনের হিসাব
      নন্দা মুখার্জী রায় চৌধুরী

ফুলের মাঝে কাঁটা থাকে,
তবুও ভালোবাসি।
জম্ম নিলেই মরতে হবে,
জেনেই ধরায় আসি।
বাসলে ভালো আসবে আঘাত,
তবুও বাসি ভালো
সত্য-মিথ্যার দোলাচলে,
জীবন কাটে ভালো।
দুঃখ-সুখের মাঝ বরাবর,
চলছে জীবনতরী,
পাপ-পূর্ণ্যের করিনা হিসাব,
টাকার জোরে চলি। 

No comments:

Post a Comment