Monday, December 17, 2018

সুখি কে
নন্দা মুখার্জী রায় চৌধুরী

'কেমন আছো' জানতে চাইলে-
হেসে বলি ভালো আছি।
দুখের মাঝেও ভালো থাকার,
অভিনয়েই সব বাঁচি।
মুখে হাসি চাপা কষ্ট,
জীবনের মূল উপাদান,
দুঃখটা বুকে রেখে
সুখটা আদানপ্রদান।
পরিপূর্ণ মানুষ খুঁজে,
যায়না পাওয়া ধরাতে,
প্রতিবেশী পরস্পর ভাবে,
সুখটা বুঝি পাশের বাড়িতে।

#নন্দা

No comments:

Post a Comment