চঞ্চল মন
নন্দা মুখার্জী রায় চৌধুরী
মনে আসা শব্দগুলো,
কিছু হয় প্রতিবাদী,
লিখতে গেলে তোলে সুনামী,
সবকিছু ওলটপালট করে দেয়।
জাগতিক সবকিছু ভুলে যাই,
জেগে ওঠে এক প্রতিবাদী সত্ত্বা।
মুহূর্তেই নিজের মনকে প্রশ্ন করি,
কি চাই আমি?
গা বাঁচিয়ে বেঁচে থাকা?
নাকি প্রতিবাদে সামিল হয়ে-
অকালে প্রান দেওয়া!
ভেসে ওঠে আপনজনের মুখ,
পিছিয়ে পড়ি তখন,
হয়ে উঠি স্বার্থপর।
# নন্দা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
মনে আসা শব্দগুলো,
কিছু হয় প্রতিবাদী,
লিখতে গেলে তোলে সুনামী,
সবকিছু ওলটপালট করে দেয়।
জাগতিক সবকিছু ভুলে যাই,
জেগে ওঠে এক প্রতিবাদী সত্ত্বা।
মুহূর্তেই নিজের মনকে প্রশ্ন করি,
কি চাই আমি?
গা বাঁচিয়ে বেঁচে থাকা?
নাকি প্রতিবাদে সামিল হয়ে-
অকালে প্রান দেওয়া!
ভেসে ওঠে আপনজনের মুখ,
পিছিয়ে পড়ি তখন,
হয়ে উঠি স্বার্থপর।
# নন্দা
No comments:
Post a Comment