বুঝবে একদিন
নন্দা মুখার্জী রায় চৌধুরী
হাতে ছিলো ভিক্ষা পাত্র,
পেটে ছিলো ক্ষিদে,
সুযোগ বুঝে করলে তুমি,
চুরি অবশেষে?
মনুষ্যত্ব,মানবিকতা দিলে বিসর্জন,
মিথ্যে ভালোবাসার জাল বিছিয়ে,
সকলের হৃদয় করলে জয়!
সুযোগ বুঝে কোপটি মারলে,
ছিড়ে গেলো মুখোশ তোমার,
সমকক্ষ অনেক পেলে সাথে,
অর্থ লোভে ভুললে পরকাল।
সব আদালতের বিচার শেষে,
বিচার হয় মনের আদালতে,
সেখানে তুমি সব হারিয়ে,
মুছবে শুধুই চোখের জল।
নন্দা মুখার্জী রায় চৌধুরী
হাতে ছিলো ভিক্ষা পাত্র,
পেটে ছিলো ক্ষিদে,
সুযোগ বুঝে করলে তুমি,
চুরি অবশেষে?
মনুষ্যত্ব,মানবিকতা দিলে বিসর্জন,
মিথ্যে ভালোবাসার জাল বিছিয়ে,
সকলের হৃদয় করলে জয়!
সুযোগ বুঝে কোপটি মারলে,
ছিড়ে গেলো মুখোশ তোমার,
সমকক্ষ অনেক পেলে সাথে,
অর্থ লোভে ভুললে পরকাল।
সব আদালতের বিচার শেষে,
বিচার হয় মনের আদালতে,
সেখানে তুমি সব হারিয়ে,
মুছবে শুধুই চোখের জল।
- # নন্দা ১২-৭-১৮ রাত ১-২৫
No comments:
Post a Comment