Friday, July 20, 2018

মিথ্যার মিথ
   নন্দা মুখার্জী রায় চৌধুরী

কাঠগড়ায় দাঁড়িয়ে গীতা ছুঁয়ে শপথ-
"সত্য বই মিথ্যা বলিবো না-"
তবুও সত্য কি সবাই বলে?
না,অনেকেই বলেনা।
শপথ বাক্য পাঠ করে সবাই!
উকিলের শিখিয়ে দেওয়া বুলি,
আর কথার মারপ্যাঁচে-
সত্য অধিকাংশ সময়ই ঢাকা পড়ে যায়।
তবুও আমরা বিচারের আশায় আদালতে যাই।
"সত্য কখনো চাপা থাকেনা-"
যে সত্য কাল কে অতিক্রম করে যায়,
"বিচারের বানী নীরবে নিভৃতে কাঁদে-"
যে সত্য বছরের পর বছর চাপা থাকে,
মিথ্যাটাকেই তখন মানুষ সত্য মনেকরে।
কানের কাছে মিথ্যাটাকে বারবার সত্য বলায়,
ওই সত্যই একদিন মিথ্যার মিথ হয়ে যায়।

# নন্দা 

No comments:

Post a Comment