একটি সাদা পাথর,
সুনিপুন দক্ষতায় রূপ পেয়েছে-
আমার আরাধ্য দেবতায়।
পাথরেও প্রাণসঞ্চার হয়।
সকল কথা উজাড় করে বলি।
অন্ধকারে আমার আলোর দিশা।
সব অন্যায়ের বিচার তার হাতে!
হাতে মারেননা, মারেন পেটে!
শুধু সময়ের অপেক্ষা!
#নন্দা
সুনিপুন দক্ষতায় রূপ পেয়েছে-
আমার আরাধ্য দেবতায়।
পাথরেও প্রাণসঞ্চার হয়।
সকল কথা উজাড় করে বলি।
অন্ধকারে আমার আলোর দিশা।
সব অন্যায়ের বিচার তার হাতে!
হাতে মারেননা, মারেন পেটে!
শুধু সময়ের অপেক্ষা!
#নন্দা
No comments:
Post a Comment