Tuesday, July 10, 2018

হয়না লেখা
নন্দা মুখার্জী রায় চৌধুরী

কালো রাতের গভীরতায়,
শব্দগুলো বলে চুপিসারে,
রাত যে অনেক হোল,
এবার শব্দমালা গাঁথো।

শব্দগুলো এলোমেলো,
মনটা থাকে উদাস!
ইচ্ছা হলেও হয়না লেখা,
একটু পরেই ফোটে ভোরের আলো।

ভোরের সূর্য্যই নিই যে শপথ,
হারবোনা আর এই জীবনে,
চলতি পথেই হয় যে দেখা,
বন্ধুবেশি কিছু শয়তানের।

মুখটা তাদের অবাধ শিশুর,
ভিতরটা ঠিক মীরজাফরের,
ভাবনা আমার হয়না সারা,
কবিতারাও দেয়না ধরা।

   #নন্দা  ১০-৭-১৮ রাত ২-২৭

No comments:

Post a Comment