ইচ্ছা পূরন
নন্দা মুখার্জী রায় চৌধুরী
ছেলেবেলা থেকেই পড়াশুনায় মেধাবী ছন্দা গ্রাজুয়েশনের পরেই একটা বড় প্রাইভেট কোম্পানিতে চাকরী পেলেও তার ইচ্ছা ছিলো একটি সরকারি চাকরির।অনেক সরকারি চাকরির পরীক্ষা দিয়েছে।কিন্তু মনের ইচ্ছা মনেই থেকে গেছে।
অনেকগুলো ভাইবোনের মধ্যে সুছন্দা ছিলো সকলের ছোট।বাবাকে হারিয়েছে দ্বাদশশ্রেনীতে পড়ার সময়েই।বড়দা কেন্ত্রীয় সরকারের অধীনে ভালো চাকরী করতেন।বিয়ে করার সুযোগ তার জীবনে আসেনি।তিনিই পরিবারের বড় সন্তান,বাবার মৃতু্র পর স্বভাবতই সংসারের জোয়াল তার কাঁধে এসে পরে।আর পাঁচজনের মতই সংসারের এই দায়িত্বকে তিনি অস্বীকার করতে পারেননি।এক বোনের বিয়ে বাবা দিয়েই গেছিলেন বাকি তিন বোনের ও ছোট ভায়ের যথাযথ শিক্ষা গ্রহনের তাদেরও বিয়ে দিয়ে সংসারী করেন।এসবের মধ্যে মা-ও চিরতরে বিদায় নেন।সব দায়িত্ব পালন যখন শেষ হোল তখন ছন্দার বড়দার বিয়ের বয়সও পার হয়ে গেছে।সুছন্দা তার বড়দাকে পিতৃসম শ্রদ্ধা, ভক্তি করতো।তিনি তার আদরের স্বাধীনচেতা ছোট বোনকে জিজ্ঞাসা করেছিলেন কেমন ছেলে তার পছন্দ।সুছন্দা তার বড়দাকে বলেছিলেন,"রূপ মানুষের পরিচয় নয়।রূপবান চাইনা, তুমি চেষ্টা করো একজন প্রকৃত ভালো মনের মানুষ খুঁজে আনতে।আর কোন বেসরকারী প্রতিষ্ঠানের চাকরী করা ছেলে নয়;চেষ্টা কোর যে কোন পোষ্টেই হোকনা কেন একজন সরকারী চাকুরিজীবি ছেলে খুঁজতে।যার বর্তমান আর আমার কপালে যদি থাকে তাকে হারানোর তার অবর্তমানেও আমি তারটাই খাবো।ভবিষ্যতে সন্তানের মুখাপেক্ষী হতে আমি রাজি নই।কারন মেয়েদের জীবনে স্বামী এমন একজন মানুষ যার মাথায় কাঁঠাল ভেঙ্গে খাবো, যার সাথে ঝগড়া করবো,মন-অভিমান, ভালোবাসা, তার সেবাযত্ন সব-সব করবো;তারপরেই সব জোর খাটাবো।আমার চেহারা, গাড়ি, বাড়ি কিছুরই কোন দরকার নেই।আমার কপালে থাকলে ওই সামান্য চাকরী থেকে আমি নিজেই সব করে নিতে পারবো কারন চাকরিটা থাকবে পার্মানেন্ট।সামান্য মাইনে হলেও সেটা থাকবে নির্দিষ্ট।বড়দা দেবাঞ্জন ঈশ্বরের অশেষ কৃপায় ঠিক এমনই একটি ছেলের সন্ধান পেয়েছিলেন দূর সম্পর্কের এক বোনপোর মাধ্যমে।রূপে বা অর্থে নয় সে ছিলো গুনের আধার এবং সরকারী একজন সাধারন কর্মচারী।
ঊনত্রিশ বছরের বিবাহিত জীবনে অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে সুছন্দা ও তার স্বামী বিজিত খুব সুন্দর বাড়ি করে।মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে বেশ বড় ঘরেই ব্যবসায়ী ছেলের সাথে বিয়ে দেয়।ছেলে যখন ইন্জিনিয়ারিং পড়ছে ঠিক তখনই সুছন্দার জীবনের ছন্দপতন!হঠাৎ করেই মাত্র কা'দিনের জ্বরে বিজিত তার ছন্দকে ছেড়ে অমৃতলোকে যাত্রা করে।বড্ড একা হয়ে পড়ে ছন্দা।মেয়ে তার সংসার ফেলে কতদিন মাকে আগলে রাখবে?একসময় সেও তার স্বামীর কাছে চলে যায়।সম্পূর্ণ একাকী সুছন্দা তখন মোবাইলকেই সময় কাটানোর বন্ধু বানিয়ে ফেলে।
সুছন্দা মেধাবী ছেলে রাহুল ইন্জিনিয়ারিং পাশ করে ক্যাম্পাস থেকেই চাকরী পেয়ে যায়।পোষ্টিংও কলকাতাতেই হয়।বিশাল তিনতলা বাড়ির নিচুটা ভাড়া দিয়ে তিনি স্বামী ও সন্তানদের নিয়ে দোতলা ও তিনতলা নিয়ে থাকতেন।স্বামী বেঁচে থাকাকালীন সময়েই বিচক্ষণ সুছন্দা তিনতলাতে সম্পূর্ণভাবে একটি আলাদা ফ্লাট তৈরি করে রাখেন।তার মনের ইচ্ছা ছিলো ছেলেকে যদি তিনি বিয়ের পরেই আলাদা করে দেন তাহলে আজকের দিনে ঝামেলা এড়িয়ে ছেলে, বৌকে নিয়ে একই ছাদের তলায় থাকতে পারবেন।কারন দুটি বাসন একজায়গায় থাকলে শব্দ হবেই।তিনি মোটা টাকায় পেনশন পান।ছেলে আর বৌকে দেবেন ছাড়া তাদের কাছ থেকে একটি টাকাও তিনি নেবেন না।আর ঠোকঠুকির হাত থেকে রেহাই পাওয়ার একটাই উপায় তোমরা আলাদা থাকো, আমরাও আলাদা থাকি কিন্তু একই ছাদের তলায় ঝগড়াঝাটি ছাড়া থাকি।কিন্তু স্বামী চলে যাওয়ার পর তিনি তার সিদ্ধান্তের কিছুটা পরিবর্তন করেন।বিজিতবাবু না থাকাতে আত্মীয়-পরিজনের আসাও অনেকাংশেই কমে গেছে।তাছাড়া দোতলার এত বড় বড় ঘরে যার প্রতি কোণায় কোণায় স্বামীর স্মৃতি যা তাকে আরও দুর্বল করে দিচ্ছিলো।তাই রাহুলের বিয়ের পর তিনি দোতলা তাদের ছেড়ে দিয়ে তিনতলায় উঠে যান । স্বামী চলে যাওয়ার কিছুদিনের মধ্যে বড়দাও চলে যান।বাবাকে হারিয়ে
সুছন্দা বড়দাকেই বাবার আসন দিয়েছিলেন। শ্রদ্ধা,ভালোবাসায় বড়দাকেই জীবনের আদর্শ পুরুষ হিসাবে দেখতেন।মাত্র কয়েক মাসের ব্যবধানে পিতৃসম বড়দা আর জীবনের সব থেকে কাছের মানুষটাকে হারিয়ে ছন্দা একেবারেই চুপসে গেছিলেন।মেয়ে, জামাই তাকে জামাইষষ্ঠীতে একটি স্মার্ট ফোন কিনে এনে দিয়ে কিছুটা হলেও শান্তির আভাস এনে দিয়েছে।ছেলে, বৌ ও এক নাতির সান্নিধ্যে তার মাঝে মাঝে সময় খুব ভালোই কাটে।বাকি সময় তিনি তার ফেসবুক নিয়েই থাকেন।বৌমার সংসারে তিনি বিন্দুমাত্র নাক গলান না।নিজের রান্না নিজেই করে খান।ঘরভাড়া ও স্বামীর পেনশনে তার খুব ভালোভাবেই চলে যায়।উপরন্তু তিনি পুরো বাড়ির ইলেকট্রিক বিল, বৌমার গ্যাসের দাম এবং তার টুকটাক হাত খরচ তিনিই দেন। ছেলের প্রিয় খাবারগুলো তিনি মাঝে মাঝেই রান্না করেন আর বাটি ভর্তি করে ছেলেবউয়ের ঘরে চালান করেন।কিন্তু বৌমা তার কোন কাজ করতে গেলে স্বাধীনচেতা সুছন্দার মিষ্টি সুরে একটাই কথা,"এখন আমি সবকিছু করে নিতে পারি মা,আমার শরীর যখন দেবেনা যখন আমি পারবোনা তখন যদি তোমার মনেহয় আমার কোন কাজ করে দেবে তখন কোর।এখন আমার জন্য তোমাদের কিচ্ছু করতে হবেনা।" তবে তার ছেলের বৌ মাঝে মধ্যে এটাসেটা রান্না করে বা কখনো বা এক কাপ চা করে তার শ্বাশুড়ীমাকে দিয়ে আসে।সুছন্দা সেগুলি হাসি মুখেই গ্রহন করেন।ঝগড়া, অশান্তির কোন সুযোগই তিনি দেননা।
সংক্ষিপ্ত
নন্দা মুখার্জী রায় চৌধুরী
ছেলেবেলা থেকেই পড়াশুনায় মেধাবী ছন্দা গ্রাজুয়েশনের পরেই একটা বড় প্রাইভেট কোম্পানিতে চাকরী পেলেও তার ইচ্ছা ছিলো একটি সরকারি চাকরির।অনেক সরকারি চাকরির পরীক্ষা দিয়েছে।কিন্তু মনের ইচ্ছা মনেই থেকে গেছে।
অনেকগুলো ভাইবোনের মধ্যে সুছন্দা ছিলো সকলের ছোট।বাবাকে হারিয়েছে দ্বাদশশ্রেনীতে পড়ার সময়েই।বড়দা কেন্ত্রীয় সরকারের অধীনে ভালো চাকরী করতেন।বিয়ে করার সুযোগ তার জীবনে আসেনি।তিনিই পরিবারের বড় সন্তান,বাবার মৃতু্র পর স্বভাবতই সংসারের জোয়াল তার কাঁধে এসে পরে।আর পাঁচজনের মতই সংসারের এই দায়িত্বকে তিনি অস্বীকার করতে পারেননি।এক বোনের বিয়ে বাবা দিয়েই গেছিলেন বাকি তিন বোনের ও ছোট ভায়ের যথাযথ শিক্ষা গ্রহনের তাদেরও বিয়ে দিয়ে সংসারী করেন।এসবের মধ্যে মা-ও চিরতরে বিদায় নেন।সব দায়িত্ব পালন যখন শেষ হোল তখন ছন্দার বড়দার বিয়ের বয়সও পার হয়ে গেছে।সুছন্দা তার বড়দাকে পিতৃসম শ্রদ্ধা, ভক্তি করতো।তিনি তার আদরের স্বাধীনচেতা ছোট বোনকে জিজ্ঞাসা করেছিলেন কেমন ছেলে তার পছন্দ।সুছন্দা তার বড়দাকে বলেছিলেন,"রূপ মানুষের পরিচয় নয়।রূপবান চাইনা, তুমি চেষ্টা করো একজন প্রকৃত ভালো মনের মানুষ খুঁজে আনতে।আর কোন বেসরকারী প্রতিষ্ঠানের চাকরী করা ছেলে নয়;চেষ্টা কোর যে কোন পোষ্টেই হোকনা কেন একজন সরকারী চাকুরিজীবি ছেলে খুঁজতে।যার বর্তমান আর আমার কপালে যদি থাকে তাকে হারানোর তার অবর্তমানেও আমি তারটাই খাবো।ভবিষ্যতে সন্তানের মুখাপেক্ষী হতে আমি রাজি নই।কারন মেয়েদের জীবনে স্বামী এমন একজন মানুষ যার মাথায় কাঁঠাল ভেঙ্গে খাবো, যার সাথে ঝগড়া করবো,মন-অভিমান, ভালোবাসা, তার সেবাযত্ন সব-সব করবো;তারপরেই সব জোর খাটাবো।আমার চেহারা, গাড়ি, বাড়ি কিছুরই কোন দরকার নেই।আমার কপালে থাকলে ওই সামান্য চাকরী থেকে আমি নিজেই সব করে নিতে পারবো কারন চাকরিটা থাকবে পার্মানেন্ট।সামান্য মাইনে হলেও সেটা থাকবে নির্দিষ্ট।বড়দা দেবাঞ্জন ঈশ্বরের অশেষ কৃপায় ঠিক এমনই একটি ছেলের সন্ধান পেয়েছিলেন দূর সম্পর্কের এক বোনপোর মাধ্যমে।রূপে বা অর্থে নয় সে ছিলো গুনের আধার এবং সরকারী একজন সাধারন কর্মচারী।
ঊনত্রিশ বছরের বিবাহিত জীবনে অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে সুছন্দা ও তার স্বামী বিজিত খুব সুন্দর বাড়ি করে।মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে বেশ বড় ঘরেই ব্যবসায়ী ছেলের সাথে বিয়ে দেয়।ছেলে যখন ইন্জিনিয়ারিং পড়ছে ঠিক তখনই সুছন্দার জীবনের ছন্দপতন!হঠাৎ করেই মাত্র কা'দিনের জ্বরে বিজিত তার ছন্দকে ছেড়ে অমৃতলোকে যাত্রা করে।বড্ড একা হয়ে পড়ে ছন্দা।মেয়ে তার সংসার ফেলে কতদিন মাকে আগলে রাখবে?একসময় সেও তার স্বামীর কাছে চলে যায়।সম্পূর্ণ একাকী সুছন্দা তখন মোবাইলকেই সময় কাটানোর বন্ধু বানিয়ে ফেলে।
সুছন্দা মেধাবী ছেলে রাহুল ইন্জিনিয়ারিং পাশ করে ক্যাম্পাস থেকেই চাকরী পেয়ে যায়।পোষ্টিংও কলকাতাতেই হয়।বিশাল তিনতলা বাড়ির নিচুটা ভাড়া দিয়ে তিনি স্বামী ও সন্তানদের নিয়ে দোতলা ও তিনতলা নিয়ে থাকতেন।স্বামী বেঁচে থাকাকালীন সময়েই বিচক্ষণ সুছন্দা তিনতলাতে সম্পূর্ণভাবে একটি আলাদা ফ্লাট তৈরি করে রাখেন।তার মনের ইচ্ছা ছিলো ছেলেকে যদি তিনি বিয়ের পরেই আলাদা করে দেন তাহলে আজকের দিনে ঝামেলা এড়িয়ে ছেলে, বৌকে নিয়ে একই ছাদের তলায় থাকতে পারবেন।কারন দুটি বাসন একজায়গায় থাকলে শব্দ হবেই।তিনি মোটা টাকায় পেনশন পান।ছেলে আর বৌকে দেবেন ছাড়া তাদের কাছ থেকে একটি টাকাও তিনি নেবেন না।আর ঠোকঠুকির হাত থেকে রেহাই পাওয়ার একটাই উপায় তোমরা আলাদা থাকো, আমরাও আলাদা থাকি কিন্তু একই ছাদের তলায় ঝগড়াঝাটি ছাড়া থাকি।কিন্তু স্বামী চলে যাওয়ার পর তিনি তার সিদ্ধান্তের কিছুটা পরিবর্তন করেন।বিজিতবাবু না থাকাতে আত্মীয়-পরিজনের আসাও অনেকাংশেই কমে গেছে।তাছাড়া দোতলার এত বড় বড় ঘরে যার প্রতি কোণায় কোণায় স্বামীর স্মৃতি যা তাকে আরও দুর্বল করে দিচ্ছিলো।তাই রাহুলের বিয়ের পর তিনি দোতলা তাদের ছেড়ে দিয়ে তিনতলায় উঠে যান । স্বামী চলে যাওয়ার কিছুদিনের মধ্যে বড়দাও চলে যান।বাবাকে হারিয়ে
সুছন্দা বড়দাকেই বাবার আসন দিয়েছিলেন। শ্রদ্ধা,ভালোবাসায় বড়দাকেই জীবনের আদর্শ পুরুষ হিসাবে দেখতেন।মাত্র কয়েক মাসের ব্যবধানে পিতৃসম বড়দা আর জীবনের সব থেকে কাছের মানুষটাকে হারিয়ে ছন্দা একেবারেই চুপসে গেছিলেন।মেয়ে, জামাই তাকে জামাইষষ্ঠীতে একটি স্মার্ট ফোন কিনে এনে দিয়ে কিছুটা হলেও শান্তির আভাস এনে দিয়েছে।ছেলে, বৌ ও এক নাতির সান্নিধ্যে তার মাঝে মাঝে সময় খুব ভালোই কাটে।বাকি সময় তিনি তার ফেসবুক নিয়েই থাকেন।বৌমার সংসারে তিনি বিন্দুমাত্র নাক গলান না।নিজের রান্না নিজেই করে খান।ঘরভাড়া ও স্বামীর পেনশনে তার খুব ভালোভাবেই চলে যায়।উপরন্তু তিনি পুরো বাড়ির ইলেকট্রিক বিল, বৌমার গ্যাসের দাম এবং তার টুকটাক হাত খরচ তিনিই দেন। ছেলের প্রিয় খাবারগুলো তিনি মাঝে মাঝেই রান্না করেন আর বাটি ভর্তি করে ছেলেবউয়ের ঘরে চালান করেন।কিন্তু বৌমা তার কোন কাজ করতে গেলে স্বাধীনচেতা সুছন্দার মিষ্টি সুরে একটাই কথা,"এখন আমি সবকিছু করে নিতে পারি মা,আমার শরীর যখন দেবেনা যখন আমি পারবোনা তখন যদি তোমার মনেহয় আমার কোন কাজ করে দেবে তখন কোর।এখন আমার জন্য তোমাদের কিচ্ছু করতে হবেনা।" তবে তার ছেলের বৌ মাঝে মধ্যে এটাসেটা রান্না করে বা কখনো বা এক কাপ চা করে তার শ্বাশুড়ীমাকে দিয়ে আসে।সুছন্দা সেগুলি হাসি মুখেই গ্রহন করেন।ঝগড়া, অশান্তির কোন সুযোগই তিনি দেননা।
সংক্ষিপ্ত
No comments:
Post a Comment