Tuesday, April 3, 2018

              জীবনে সবাই চায় আকাশ ছুঁতে।অনেক ঝড়ঝাপটা পেরিয়ে তাই সামনের দিকে এগিয়ে চলে।ক্ষণিকের  জীবনে সুখ আর অর্থই যেন কাম্য সকলের!অর্জন করে কেউ সরল কেউবা বাঁকা পথে।জীবনে কখনো কখনো একটা সময় আসে এগুলো সব অর্থহীন মনেহয়। 

                 জীবন যেন একটা হাট!কেনাবেচা শেষে সকলেই যে যার ঘরে ফিরে যাবে।কিন্তু সে ঘরের নেই কোন ঠিকানা তবে সেই অজানা ঘরে যেতে হবেই সকলকে । 

No comments:

Post a Comment