Saturday, March 31, 2018

আগে বুঝিনি 
     নন্দা মুখার্জী রায় চৌধুরী 

ভালো তোমায় এত বেসেছিলাম, 
বুঝতে পারিনি আগে;
চলে যেয়ে বুঝালে আমায়, 
বিরহ কেমন লাগে! 

বেদনার রাত বড় কষ্টের, 
হতে চায়না ভোর;
অস্থির মন করে ছটফট,
আঁধারে জীবন মোর! 

তোমার স্মৃতির পরশ টানে, 
ছুটে যাই বহুদূর, 
নিদ্রিত চোখের স্বপ্নগুলো-
বড় বেশি সু-মধুর। 

৩১-৩-১৮   সকাল ১-২৫ .
 

No comments:

Post a Comment