Tuesday, April 24, 2018

আমার দিন যাপন
          নন্দা মুখার্জী রায় চৌধুরী

চিরতরে চলে যেয়ে,
ঠাঁই নিলে হৃদয়ে,
কেন তবে হারাই তোমায়-
প্রতিক্ষণে প্রতিপলে?

নিশীথ রাতে স্বপন মাঝে,
যখন দেখি তোমায়,
হয়না মনে কখনো আমার,
ছেড়ে গেছো আমায়!

ঘুমের মাঝে তোমার সাথে,
বলি কত কথা,
দিনের আলোয় ছবির পানে,
তাঁকিয়ে অশ্রু মোছা।

দিন যাপনের সময় আমার,
এভাবেই যায় চলে,
সকল সময় থাকি আমি-
ব্যথার চাদর জড়িয়ে!

#নন্দা 

No comments:

Post a Comment