সৌন্দর্যচর্চা ও রুচিবোধ মানুষের সহজাত প্রবৃত্তি।পৃথিবীর প্রতিটা মানুষই যেহেতু স্বতন্ত্র প্রকৃতির তাই তাদের মত ও রুচিরও প্রভেদ থাকে।
ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকেই আসে ব্যক্তিগত রুচিবোধ।এই রুচিবোধ অর্থ,বংশমর্যাদা বা শিক্ষার মাপকাঠি দিয়ে আসেনা।একই পরিবারের পাঁচটি সন্তানের রুচিবোধ পাঁচ রকম হয়ে থাকে। মানুষের রুচিবোধ অধিকাংশই তার মানসিকতা ও পরিবেশের উপর নির্ভর করে।তাই কথায় বলে,"পন্ডিতের বাড়ির বিড়ালও আড়াই অক্ষর লিখতে জানে"।
আজকের যুগে অধিকাংশ মানুষই পরিচালিত হন সিনেমার নায়ক-নায়িকাদের দ্বারা।সুতরাং তাদের পোশাক-পরিচ্ছদে ও আচার ব্যবহারে এক বিশাল পরিবর্তন দেখা যায়।ময়ূর পুচ্ছ পরিধান করলেই যে দাঁড়কাক ময়ূর হয়না এ কথা অনেকেই বোঝার চেষ্টায় করেননা!পরের বুলি আওড়ে আর পরের ভঙ্গি নকল করে নিজের বোধ-বুদ্ধি বিসর্জন দিয়ে নিজের রুচিবোধকে নিম্নস্তরে নামিয়ে আনেন।যদি প্রত্যেকটা মানুষের মনে এমন ধারণার সঞ্চয় হত-'পরের ভালোকে গ্রহণ করবো আর নিজের মন্দকে পরিহার করবো'-তাহলেও কিছু কিছু মানুষের রুচিবোধ এত নিম্নস্তরে পৌঁছাতোনা!
# নন্দা (সম্পুর্ণ নিজস্ব মত)১১-৪-১৮
ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকেই আসে ব্যক্তিগত রুচিবোধ।এই রুচিবোধ অর্থ,বংশমর্যাদা বা শিক্ষার মাপকাঠি দিয়ে আসেনা।একই পরিবারের পাঁচটি সন্তানের রুচিবোধ পাঁচ রকম হয়ে থাকে। মানুষের রুচিবোধ অধিকাংশই তার মানসিকতা ও পরিবেশের উপর নির্ভর করে।তাই কথায় বলে,"পন্ডিতের বাড়ির বিড়ালও আড়াই অক্ষর লিখতে জানে"।
আজকের যুগে অধিকাংশ মানুষই পরিচালিত হন সিনেমার নায়ক-নায়িকাদের দ্বারা।সুতরাং তাদের পোশাক-পরিচ্ছদে ও আচার ব্যবহারে এক বিশাল পরিবর্তন দেখা যায়।ময়ূর পুচ্ছ পরিধান করলেই যে দাঁড়কাক ময়ূর হয়না এ কথা অনেকেই বোঝার চেষ্টায় করেননা!পরের বুলি আওড়ে আর পরের ভঙ্গি নকল করে নিজের বোধ-বুদ্ধি বিসর্জন দিয়ে নিজের রুচিবোধকে নিম্নস্তরে নামিয়ে আনেন।যদি প্রত্যেকটা মানুষের মনে এমন ধারণার সঞ্চয় হত-'পরের ভালোকে গ্রহণ করবো আর নিজের মন্দকে পরিহার করবো'-তাহলেও কিছু কিছু মানুষের রুচিবোধ এত নিম্নস্তরে পৌঁছাতোনা!
# নন্দা (সম্পুর্ণ নিজস্ব মত)১১-৪-১৮
No comments:
Post a Comment