#অনুগল্প
বুমেরাং
নন্দা মুখার্জী রায় চৌধুরী
প্রফেসার অনল রায় সারাদিন কলেজে ছাত্র পড়িয়ে,কলেজ ছুটির পরও প্রাইভেট টিউশন করে রাত দশটায় বাড়ি ফিরে রাতে শুতে গিয়ে সদ্য হওয়া পুত্র সন্তানের বাবা, ছেলের কান্নার চিৎকারে উঠে বসে বিরক্তি প্রকাশ করেন।স্ত্রী তখন ছেলেকে সামলাতে সামলাতে বলেন"প্রত্যেক বাবা-মা এভাবেই কষ্ট করে তার সন্তানদের মানুষ করেন এতে এত বিরক্ত হওয়ার কি আছে?"
---তারমানে আমার মাও এই কষ্ট করেই আমায় মানুষ করেছেন আর আমি তার প্রতিদান দিয়েছি মাকে বৃদ্ধাশ্রম পাঠিয়ে!আমি কালই মাকে বাড়িতে নিয়ে আসবো।
শুনেই স্ত্রী খেঁকিয়ে উঠলো।"আনবে আনো আমি কিন্তু তার কিছুই করতে পারবো না।"
--তোমাকে কিছুই করতে হবেনা।আমি মায়ের জন্য লোক রেখে দেবো। সে ক্ষমতাও আমার আছে ।আর হ্যাঁ তোমার ছেলেকে এমন ভাবে মানুষ কোর যেন তার বিয়ের পর তোমার বৌমার অশান্তির ভয়ে তোমাকে বৃদ্ধাশ্রমে যেতে না হয় ;যা আমি করতে বাধ্য হয়েছিলাম, সেও যেন তার মায়ের সর্বক্ষণ দেখাশুনার জন্য একজন আয়া রাখার ক্ষমতা রাখে।
আমার ভুল আমি কালই শুধরে নেবো।
# নন্দা
বুমেরাং
নন্দা মুখার্জী রায় চৌধুরী
প্রফেসার অনল রায় সারাদিন কলেজে ছাত্র পড়িয়ে,কলেজ ছুটির পরও প্রাইভেট টিউশন করে রাত দশটায় বাড়ি ফিরে রাতে শুতে গিয়ে সদ্য হওয়া পুত্র সন্তানের বাবা, ছেলের কান্নার চিৎকারে উঠে বসে বিরক্তি প্রকাশ করেন।স্ত্রী তখন ছেলেকে সামলাতে সামলাতে বলেন"প্রত্যেক বাবা-মা এভাবেই কষ্ট করে তার সন্তানদের মানুষ করেন এতে এত বিরক্ত হওয়ার কি আছে?"
---তারমানে আমার মাও এই কষ্ট করেই আমায় মানুষ করেছেন আর আমি তার প্রতিদান দিয়েছি মাকে বৃদ্ধাশ্রম পাঠিয়ে!আমি কালই মাকে বাড়িতে নিয়ে আসবো।
শুনেই স্ত্রী খেঁকিয়ে উঠলো।"আনবে আনো আমি কিন্তু তার কিছুই করতে পারবো না।"
--তোমাকে কিছুই করতে হবেনা।আমি মায়ের জন্য লোক রেখে দেবো। সে ক্ষমতাও আমার আছে ।আর হ্যাঁ তোমার ছেলেকে এমন ভাবে মানুষ কোর যেন তার বিয়ের পর তোমার বৌমার অশান্তির ভয়ে তোমাকে বৃদ্ধাশ্রমে যেতে না হয় ;যা আমি করতে বাধ্য হয়েছিলাম, সেও যেন তার মায়ের সর্বক্ষণ দেখাশুনার জন্য একজন আয়া রাখার ক্ষমতা রাখে।
আমার ভুল আমি কালই শুধরে নেবো।
# নন্দা
No comments:
Post a Comment