বর্তমান যান্ত্রিক সভ্যতায় বহিরঙ্গ সুন্দর,
ভিতরে প্রোথিত অন্যায়,সহস্র পাপ,
অসাধু ও স্বার্থান্ধ মানুষ সৎপথে-
আজ আর ধনী হয়না!
চারিদিকে অরাজনৈতিকতা,পাপ,অতিলোভ-
সর্বোপরি ধর্ষন দেশটাকে কলুষিত করছে,
মানুষের আচরন দিনকে দিন পশুতুল্য হচ্ছে,
হৃদয় আর বিশ্বাস নামক শব্দদু'টি-
আভিধানিক অর্থেই রয়ে গেছে!
মানুষের মধ্যে তা বিলুপ্তির পথে;
মূল কারন স্বার্থকেন্দ্রিকতা,গদি ও অর্থলোভ।
# নন্দা
ভিতরে প্রোথিত অন্যায়,সহস্র পাপ,
অসাধু ও স্বার্থান্ধ মানুষ সৎপথে-
আজ আর ধনী হয়না!
চারিদিকে অরাজনৈতিকতা,পাপ,অতিলোভ-
সর্বোপরি ধর্ষন দেশটাকে কলুষিত করছে,
মানুষের আচরন দিনকে দিন পশুতুল্য হচ্ছে,
হৃদয় আর বিশ্বাস নামক শব্দদু'টি-
আভিধানিক অর্থেই রয়ে গেছে!
মানুষের মধ্যে তা বিলুপ্তির পথে;
মূল কারন স্বার্থকেন্দ্রিকতা,গদি ও অর্থলোভ।
# নন্দা
No comments:
Post a Comment