মিষ্টি রাত
নন্দা মুখার্জী রায় চৌধুরী
তোমায় ছাড়া যখন আমি একা,
তারাদের মাঝে পাই তোমার দেখা,
মনটা যখন ভীষনভাবে খারাপ,
চাঁদের সাথে জমাই তখন আলাপ,
কষ্টগুলো যায় ভেসে সব আকাশে,
হঠাৎ করেই পাই যে তোমায় পাশে,
রাতটা তখন ভারী মিষ্টি লাগে,
কাছে থাকতে লাগতো যেমন আগে।
#নন্দা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
তোমায় ছাড়া যখন আমি একা,
তারাদের মাঝে পাই তোমার দেখা,
মনটা যখন ভীষনভাবে খারাপ,
চাঁদের সাথে জমাই তখন আলাপ,
কষ্টগুলো যায় ভেসে সব আকাশে,
হঠাৎ করেই পাই যে তোমায় পাশে,
রাতটা তখন ভারী মিষ্টি লাগে,
কাছে থাকতে লাগতো যেমন আগে।
#নন্দা
No comments:
Post a Comment