ভুল বুঝলে (অনুগল্প)
নন্দা মুখার্জী রায় চৌধুরী
ট্যাক্সিটা শিয়ালদহ স্টেশনে দাঁড়ানোর সাথে সাথেই কালবৈশাখির দাপটে নাজেহাল নন্দিতা।চোখেও ভালো করে দেখতে পারছে না,প্রবল হাওয়ার বেগে চোখেও ধুলো ঢুকে গেছে।হঠাৎ একটি হাতের স্পর্শ।মনেহল যেন স্পর্শটি পরিচিত।হাত ধরে সোজা প্লাটফর্মের কাছে এনে নিজের মত লোকটি যখন চলে যাচ্ছে, কোনরকমে চোখটা কচলে নিয়ে নন্দিতা ডাকলো,"এই যে শুনছেন?"লোকটি পিছন ফিরে তাকালো।নন্দিতা দেখলো তিন বছর আগে চরিত্রের দোষ দিয়ে যাকে সে ডিভোর্স দিয়ে চলে এসেছিলো তার সেই পূর্বতন স্বামী।যাকে একদিন সে ভালোবেসে বিয়ে করেছিলো।নন্দিতাকে চুপ করে থাকতে দেখে সুতনু নিজেই বললো,"তোমাকে একটা খবর দেওয়ার ছিলো নন্দা,যাকে নিয়ে আমার সাথে তোমার ঝামেলাটা হয়েছিল সেই রূপালীর একটি মেয়ে হয়েছে।সম্পর্কে আমি তো ওর মামা হই ওর মুখে ভাত আগামীকাল তাই রুপার বাড়িতে চললাম।রুপাকে আমি সত্যিই বোনের চোখে দেখতাম;কিন্তু তোমায় বিশ্বাস করাতে পারিনি। "কথাকটি বলে নন্দিতার উত্তরের অপেক্ষা না করে সুতনু ভিড়ের মধ্যে মিশে গেলো।নন্দিতা চোখভর্তি জল নিয়ে ভিড়ের দিকে তাকিয়ে থাকলো ।
# নন্দা
( দার্জিলিং যাওয়ার পথে ট্রেনের ভিতর ।) 12-4-18)
নন্দা মুখার্জী রায় চৌধুরী
ট্যাক্সিটা শিয়ালদহ স্টেশনে দাঁড়ানোর সাথে সাথেই কালবৈশাখির দাপটে নাজেহাল নন্দিতা।চোখেও ভালো করে দেখতে পারছে না,প্রবল হাওয়ার বেগে চোখেও ধুলো ঢুকে গেছে।হঠাৎ একটি হাতের স্পর্শ।মনেহল যেন স্পর্শটি পরিচিত।হাত ধরে সোজা প্লাটফর্মের কাছে এনে নিজের মত লোকটি যখন চলে যাচ্ছে, কোনরকমে চোখটা কচলে নিয়ে নন্দিতা ডাকলো,"এই যে শুনছেন?"লোকটি পিছন ফিরে তাকালো।নন্দিতা দেখলো তিন বছর আগে চরিত্রের দোষ দিয়ে যাকে সে ডিভোর্স দিয়ে চলে এসেছিলো তার সেই পূর্বতন স্বামী।যাকে একদিন সে ভালোবেসে বিয়ে করেছিলো।নন্দিতাকে চুপ করে থাকতে দেখে সুতনু নিজেই বললো,"তোমাকে একটা খবর দেওয়ার ছিলো নন্দা,যাকে নিয়ে আমার সাথে তোমার ঝামেলাটা হয়েছিল সেই রূপালীর একটি মেয়ে হয়েছে।সম্পর্কে আমি তো ওর মামা হই ওর মুখে ভাত আগামীকাল তাই রুপার বাড়িতে চললাম।রুপাকে আমি সত্যিই বোনের চোখে দেখতাম;কিন্তু তোমায় বিশ্বাস করাতে পারিনি। "কথাকটি বলে নন্দিতার উত্তরের অপেক্ষা না করে সুতনু ভিড়ের মধ্যে মিশে গেলো।নন্দিতা চোখভর্তি জল নিয়ে ভিড়ের দিকে তাকিয়ে থাকলো ।
# নন্দা
( দার্জিলিং যাওয়ার পথে ট্রেনের ভিতর ।) 12-4-18)
No comments:
Post a Comment