Tuesday, April 10, 2018

লাগামহীন
      নন্দা মুখার্জী রায় চৌধুরী

সময়ের সাথে পাল্লা দিয়ে ছুটছি---
ঠিক যেন লাগামহীন ঘোড়া---
উদ্দেশ্যবিহীন মোটেই নয়---
যশ,অর্থ সর্বোপরি সুখ---
তবু্ও জীবনে ছুটে চালাটা লাগামহীন---
নির্ঘুম রাতে ছুটে চলার হিসাবে---
উত্তর পরে থাকে শূণ্য---
নূতন প্রভাতে ভুলে যাই---
গতকালের হিসাবের ফল---
অর্ধ সমাপ্ত থেকে আবার ছোটা।

# নন্দা

No comments:

Post a Comment