Friday, March 2, 2018

শুধু খুঁজি
      নন্দা মুখার্জী রায় চৌধুরী

নিস্তব্ধ পৃথিবী,
চারিদিকে আঁধার,
ঘুমে অচেতন সব,
আমি একা জেগে,
হাজার তারার মেলা,
আকাশে করছে খেলা,
জোনাকীরা সব জেগে,
মিটিমিটি শুধু জ্বলে,
ওদের জীবনের সাথে-
আমার জীবনই মেলে!
বাতাস নিজের মনে,
চলে শুধু বয়ে,
উদাসী দৃষ্টি আমার,
খোঁজে শুধু তোমারে!

# নন্দা    ২১-২-১৮

No comments:

Post a Comment