Saturday, March 10, 2018

আমি জানিনা
  নন্দা মুখার্জী রায় চৌধুরী

ফোনে নম্বরটা আজও সেভ করা,
ছবিটাও সাম্প্রতিক কালের,
আমি জানি ওই নম্বর থেকে-
আর কোনদিনও ফোন আসবেনা!
চিরপরিচিত গলা শুনতে পাবোনা!
তবুও থাকবে ফোনে ওটি সেভ আমৃত্যু!
কোন প্রতীক্ষা নেই কলটির জন্য!
মাঝে মাঝে নিজেই কল করি ওই নম্বরে,
জানি শুনতে পাবো 'সুইচ অফ'-
তবুও করি -কিনতু কেন তা জানিনা।

@নন্দা   ৯-৩-১৮ 

No comments:

Post a Comment