স্মৃতির বোঝা বড্ড ভারী
নন্দা মুখার্জী রায় চৌধুরী
তুমি বাতাস হয়ে শরীরে জড়িয়ে থাকো,
ফুলের সুবাস ছড়িয়ে আমায় কাছে রাখ,
সমুদ্রের ঢেউ এর হুংকার তুলে বুকে আছড়ে পড়,
ঘুমের মাঝে স্বপন দেখিয়ে আমায় আপন কর।
আমার সকল কাজের মাঝে সঙ্গী তুমি হও,
মন খারাপে সুরের জাদুতে আমায় গান শোনাও।
জোস্না রাতে বাতায়নে যখন একলা থাকি বসে,
হাজার তারার ভিড়ে থেকেও আমায় দেখে-ওঠো হেসে;
হারিয়ে যায় তখন আমার সকল মন খারাপ,
আপন মনেই জুড়ি তখন তারার সাথে আলাপ।
হয়তো সবই কল্পনা আমার তবুও থাকি ভালো,
আজীবন তুমি এভাবেই-আমার সঙ্গে চলো।
মানব জীবন ত্যাগ করেছো সময় হয়েছে তাই,
টানলে সুতো সবাই একদিন এভাবেই চলে যায়।
স্মৃতিগুলি বড্ড ভারী টানতে বড় কষ্ট!
স্মৃতিরা সব থাকবে কাছেই হবেনা কিছুই নষ্ট।
একটু শুধু ধর্য্য ধরে অপেক্ষাতে থাকো,
মন খারাপে শুধু আমার কথায় ভাবো।
আসছি আমি তোমার কাছেই আর নেবোনা সময়,
তোমায় ছেড়ে একা আমার করে শুধুই ভয়।
No comments:
Post a Comment